
ভারত-পাকিস্তান ম্যাচের পর এবার ‘নো হ্যান্ডশেক’ (হাত না মেলানো) এর দৃশ্য দেখা গেল বাংলাদেশ-ভারত ম্যাচে। শনিবার (১৭ জানুয়ারি) বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে টসের সময় হাত মেলাননি বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রে।

ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রভাবে ভিসা জটিলতায় আটকে আছে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া একাধিক অংশগ্রহণকারী দল। ভারতীয় ভিসা পেতে সমস্যা হচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের।