ভারতের ভিসা পাচ্ছেন না পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা

ভারতের ভিসা পাচ্ছেন না পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা
সিটিজেন-স্পোর্টস-ডেস্ক

বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের ইস্যুতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে যুক্ত হয়েছে নতুন সংকট। ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রভাবে ভিসা জটিলতায় আটকে আছে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া একাধিক অংশগ্রহণকারী দল। ভারতীয় ভিসা পেতে সমস্যা হচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের।
যুক্তরাষ্ট্র, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও কানাডাতে পাকিস্তানি বংশোদ্ভূত একাধিক ক্রিকেটার আছেন। সংশ্লিষ্ট বোর্ডগুলো পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার বিষয়টি জানিয়ে ইতোমধ্যে আইসিসি ও বিসিসিআইকে চিঠি দিয়েছে। তবে এখনও কোনো সমাধান বা আনুষ্ঠানিক জবাব পায়নি তারা।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার কথা। হাতে সময় আর ১ মাস। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা অনিশ্চয়তায় বাড়ছে উদ্বেগ। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচটি বোর্ড একসঙ্গে আইসিসিকে আবারও চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দ্রুত সমাধান চাইছে তারা।
উল্লেখ্য, ২০২৫ সালের মার্চে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়। সবশেষ এশিয়া কাপে ভারত-পাকিস্তান তিন ম্যাচে মুখোমুখি হলেও খেলোয়াড়রা হ্যান্ডশেক করেননি।
অবশ্য পাকিস্তান দলের ভিসা নিয়ে সমস্যা হবে না। কারণ আইসিসি ইভেন্টে হাইব্রিড মডেল অনুসরণ করছে ভারত ও পাকিস্তানের বোর্ড। সে অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।
আসন্ন বিশ্বকাপে অংশ নেবে মোট ২০টি দল। পাকিস্তান ফাইনালে উঠলে খেলা হবে কলম্বোতে, অন্যথায় আহমেদাবাদে হবে।

বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের ইস্যুতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে যুক্ত হয়েছে নতুন সংকট। ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রভাবে ভিসা জটিলতায় আটকে আছে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া একাধিক অংশগ্রহণকারী দল। ভারতীয় ভিসা পেতে সমস্যা হচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের।
যুক্তরাষ্ট্র, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও কানাডাতে পাকিস্তানি বংশোদ্ভূত একাধিক ক্রিকেটার আছেন। সংশ্লিষ্ট বোর্ডগুলো পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার বিষয়টি জানিয়ে ইতোমধ্যে আইসিসি ও বিসিসিআইকে চিঠি দিয়েছে। তবে এখনও কোনো সমাধান বা আনুষ্ঠানিক জবাব পায়নি তারা।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার কথা। হাতে সময় আর ১ মাস। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা অনিশ্চয়তায় বাড়ছে উদ্বেগ। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচটি বোর্ড একসঙ্গে আইসিসিকে আবারও চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দ্রুত সমাধান চাইছে তারা।
উল্লেখ্য, ২০২৫ সালের মার্চে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়। সবশেষ এশিয়া কাপে ভারত-পাকিস্তান তিন ম্যাচে মুখোমুখি হলেও খেলোয়াড়রা হ্যান্ডশেক করেননি।
অবশ্য পাকিস্তান দলের ভিসা নিয়ে সমস্যা হবে না। কারণ আইসিসি ইভেন্টে হাইব্রিড মডেল অনুসরণ করছে ভারত ও পাকিস্তানের বোর্ড। সে অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।
আসন্ন বিশ্বকাপে অংশ নেবে মোট ২০টি দল। পাকিস্তান ফাইনালে উঠলে খেলা হবে কলম্বোতে, অন্যথায় আহমেদাবাদে হবে।

ভারতের ভিসা পাচ্ছেন না পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা
সিটিজেন-স্পোর্টস-ডেস্ক

বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের ইস্যুতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে যুক্ত হয়েছে নতুন সংকট। ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রভাবে ভিসা জটিলতায় আটকে আছে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া একাধিক অংশগ্রহণকারী দল। ভারতীয় ভিসা পেতে সমস্যা হচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের।
যুক্তরাষ্ট্র, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও কানাডাতে পাকিস্তানি বংশোদ্ভূত একাধিক ক্রিকেটার আছেন। সংশ্লিষ্ট বোর্ডগুলো পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার বিষয়টি জানিয়ে ইতোমধ্যে আইসিসি ও বিসিসিআইকে চিঠি দিয়েছে। তবে এখনও কোনো সমাধান বা আনুষ্ঠানিক জবাব পায়নি তারা।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার কথা। হাতে সময় আর ১ মাস। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা অনিশ্চয়তায় বাড়ছে উদ্বেগ। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচটি বোর্ড একসঙ্গে আইসিসিকে আবারও চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দ্রুত সমাধান চাইছে তারা।
উল্লেখ্য, ২০২৫ সালের মার্চে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়। সবশেষ এশিয়া কাপে ভারত-পাকিস্তান তিন ম্যাচে মুখোমুখি হলেও খেলোয়াড়রা হ্যান্ডশেক করেননি।
অবশ্য পাকিস্তান দলের ভিসা নিয়ে সমস্যা হবে না। কারণ আইসিসি ইভেন্টে হাইব্রিড মডেল অনুসরণ করছে ভারত ও পাকিস্তানের বোর্ড। সে অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।
আসন্ন বিশ্বকাপে অংশ নেবে মোট ২০টি দল। পাকিস্তান ফাইনালে উঠলে খেলা হবে কলম্বোতে, অন্যথায় আহমেদাবাদে হবে।




