ম্যানচেস্টার ডার্বিতে অধিকাংশ সময় পজেশন রেখেও জয়ের কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি ম্যানসিটি। স্বাগতিকদের দুটি প্রচেষ্টা পোস্ট আর ক্রসবারে লাগায় ব্যবধান আরও বড় হয়নি।
ম্যাচের ৪৯ মিনিটে সিটির পঞ্চম গোলটি করেন ডিফেন্ডার রিকো লুইস। সেই গোলের ক্রসটিও দেন সেমেনিও। পাঁচ মিনিট পর নিজেই গোলের খাতায় নাম লেখান।