শিরোনাম

ডার্বিতে ম্যানসিটিকে হারালো ম্যানইউ

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
ডার্বিতে ম্যানসিটিকে হারালো ম্যানইউ
ম্যানচেস্টার ইউনাইটেডের গোল উদযাপন (ছবি: সংগৃহীত)

মাইকেল ক্যারিকের ছোঁয়ায় যেন বদলে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিজের দ্বিতীয় অধ্যায়ে দারুণ শুরু করলেন ক্যারিক। ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার (১৭ জানুয়ারি) ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ তে হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে।

জাতীয় দলের মিশন শেষে ক্লাবে ফিরেই দলকে পথ দেখালেন ব্রায়ান এমবুয়েমো। অপর গোলটি করেন প্যাট্রিক ডগু। ম্যানচেস্টার ডার্বিতে অধিকাংশ সময় পজেশন রেখেও জয়ের কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি ম্যানসিটি। স্বাগতিকদের দুটি প্রচেষ্টা পোস্ট আর ক্রসবারে লাগায় ব্যবধান আরও বড় হয়নি।

ম্যাচের ৩৩ মিনিটে পাল্টা আক্রমণেই গোলরক্ষককে কাটিয়ে জালে বল পাঠান আমাদ দিয়ালো। কিন্তু অফসাইডে ছিলেন তিনি। ৪১ মিনিটে ফার্নান্দেসও গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান; কিন্তু তিনিও অফসাইডে ছিলেন। ইউনাইটেডের ওই দুই হতাশার মাঝে ৩৬তম মিনিটে কর্নার পায় সিটি, এবং ওই কর্নারে লক্ষ্যে প্রথম প্রচেষ্টা রাখতে পারে দলটি। তরুণ ডিফেন্ডার মাক্স আলিনের হেড ঝাঁপিয়ে আটকান গোলরক্ষক।

৬৫ মিনিটে প্রতিপক্ষের ব্যর্থ আক্রমণ রুখে দিয়ে, পাল্টা আক্রমণে ওঠে ইউনাইটেড নিজেদের সীমানা থেকে বল পায়ে দ্রুত এগিয়ে থ্রু পাস বাড়ান ফার্নান্দেস, কোনাকুনি শটে গোলটি করেন ক্যামেরুনের ফরোয়ার্ড এমবুয়েমো। এবারের প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে তার গোল হলো সাতটি। ৭৬তম মিনিটে গতিময় আক্রমণে ডানদিক থেকে মাথেউস কুইয়া বল বাড়ান বক্সের বাইরে, ছুটে গিয়ে ডান পায়ের ছোঁয়ায় বলের দিক পাল্টে দেন ডেনিশ ডিফেন্ডার ডগু।

ক্যারিকের হাত ধরে লিগে টানা তিন ড্র ও সব মিলিয়ে চার ম্যাচ পর জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ২২ ম্যাচে ৯ জয় ও ৮ ড্রয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট হলো ৩৫। ২২ ম্যাচে ১৩ জয় ও ৪ ড্রয়ে ৪৩ পয়েন্ট সিটির।

/টিই/