শিরোনাম

সিটির ১০ গোল, দলে নতুন আসা সেমিনিওতে মুগ্ধ কোচ

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
সিটির ১০ গোল, দলে নতুন আসা সেমিনিওতে মুগ্ধ কোচ
অভিষেকে নজর কেড়েছেন আন্তোনে সেমেনিও (ছবি: সংগৃহীত)

এফএ কাপে অভিষেকেই গোল করে প্রশংসায় ভাসছেন ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া আন্তোনে সেমেনিও। শনিবার (১১ জানুয়ারি) তৃতীয় রাউন্ডের ম্যাচে ম্যানচেস্টার সিটি ১০-১ গোলে উড়িয়ে দিয়েছে এক্সেটার সিটিকে। তাতে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ডেও ভাগ বসিয়েছে তারা।

ঘানাইয়ান উইঙ্গার সেমেনিও চলতি মৌসুমে লিগে বোর্নমাইউথের হয়ে ১০ গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন। প্রিমিয়ার লিগের একাধিক ক্লাবের আগ্রহ ছিল তার প্রতি। তবে সপ্তাহের শুরুতে, শীতকালিন দল-বদলে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন ২৬ বছর বয়সী সেমেনিও।

ম্যাচ শেষে সিটির সহকারী কোচ পেপ লিন্ডার্স সেমেনিওর প্রশংসা করে বলেন, ‘আন্তোনে খুব ভালোভাবে মানিয়ে নিচ্ছে। পেপ গার্দিওলা এক ম্যাচের জন্য টাচলাইন নিষেধাজ্ঞায় থাকায় আমি দায়িত্বে ছিলাম। সে ভীষণ ভদ্র একজন মানুষ। আমরা তাকে অনেকদিন ধরেই অনুসরণ করছি। আক্রমণভাগে সে এমন কিছু যোগ করেছে, যা আমরা চাইছিলাম এবং আমাদের প্রয়োজন ছিল।’

আন্তোনেকে নিয়ে তিনি আরও বলেছেন, ‘সে খুব দ্রুত আক্রমণে যেতে পারে, প্রতিপক্ষকে তাড়া করতে চায়, থেমে থাকার মানুষ নয়। আজ দেখেছেন, আমাদের খেলার ধারার সঙ্গে সে কত দ্রুত মানিয়ে নিতে পারে।’

ম্যাচের ৪৯ মিনিটে সিটির পঞ্চম গোলটি করেন ডিফেন্ডার রিকো লুইস। সেই গোলের ক্রসটিও দেন সেমেনিও। পাঁচ মিনিট পর নিজেই গোলের খাতায় নাম লেখান।

/টিই/