দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত আগামী সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’– এর টিজার ঘিরে শুরু হওয়া বিতর্ক এবার ভিন্ন মোড় নিয়েছে। টিজারে অভিনেতা যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী বিট্রিজ টাউফেনবাখ।