পশ্চিম আকাশে হেলে পড়েছে লাল সূর্য। কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটক দাঁড়িয়ে দেখেন সেই অপরূপ দৃশ্য। কেউবা উদাস দৃষ্টিতে তাকিয়ে ছিলেন সূর্যের দিকে। কেউ কেউ বালুচরে দাঁড়িয়ে সূর্যকে পেছনে রেখে ছবি তোলায় ব্যস্ত ছিলেন। সব মিলিয়ে বছরের শেষ সূর্যাস্ত দেখতে সমুদ্র সৈকতে ছিল পর্যটকদের উপচেপড়া ভিড়।