বিদ্যমান ভিসা নীতিমালা ২০০৬ ও পরবর্তীতে জারি করা প্রজ্ঞাপনের শর্ত যথাযথভাবে অনুসরণ করে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন ও দূতাবাস থেকে সুনির্দিষ্ট ভিসা দিতে হবে।
রাজধানীর অদূরে গড়ে উঠতে থাকা পূর্বাচল নতুন শহরকে ঘিরে পুলিশের সবচেয়ে বড় অবকাঠামো ও জনবল সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন ৬ হাজার ৫২৪ জন পুলিশ সদস্য, যা কোনো একক প্রকল্পে পুলিশের জন্য নজিরবিহীন।