শেষ ওভারে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ১৫ রান। প্রথম বলেই ফর্মে থাকা খুশদিল শাহকে (১৬ বলে ২৪) ফেরান হাসান। মাঝে একটি চার হজম করলেও, আরও দুই উইকেট তুলে নিয়ে ৯ রানের জয় নিশ্চিত করেন নোয়াখালীর পেসার হাসান।