শিরোনাম

দেশের ৩ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
দেশের ৩ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস
শৈত্যপ্রবাহ (ছবি: প্রতীকী)

দেশের ৩ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজ (শুক্রবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেঁতুলিয়ায় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭০ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৪ মিনিটে।

/টিই/