২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ
২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ
আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপমাত্রা কমে যাওয়ার এই প্রবণতা আরও দুই-তিন দিন থাকতে পারে। তবে রাজধানীতে আজ তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য বেড়েছে।


যশোরে শৈত্যপ্রবাহের মধ্যে শীতজনিতসহ বিভিন্ন রোগে অসুস্থ হয়ে ২৪ ঘণ্টার মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে তারা মারা যান।

উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় বুধবার (৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার বদলগাছী উপজেলায় তাপমাত্রা নেমে এসেছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি শীত মৌসুমেরও সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের ১০ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বর্তমানে পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেটের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপমাত্রা কমে যাওয়ার এই প্রবণতা আরও দুই-তিন দিন থাকতে পারে। তবে রাজধানীতে আজ তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য বেড়েছে।

গোপালগঞ্জে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ এবং ঘন কুয়াশায় দৃষ্টিসীমা নেমে আসে মাত্র ২০০ মিটারে।
