শিরোনাম

সচিবালয়ে আন্দোলন: পুলিশি হেফাজতে ৪ কর্মচারী

বিশেষ-প্রতিনিধি
সচিবালয়ে আন্দোলন: পুলিশি হেফাজতে ৪ কর্মচারী
সচিবালয় থেকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এক কর্মীকে। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় উত্তপ্ত হয়ে উঠেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০ শতাংশ ভাতার দাবিতে দুদিন ধরে বিক্ষোভ করছেন। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিক্ষোভ চলাকালে বিকাল ৩টা ৫০ মিনিটে সচিবালয়ের ভেতর থেকে অন্তত চারজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ভাতার দাবিতে গতকাল বুধবার অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদকে ছয় ঘণ্টা সচিবালয়ে অবরুদ্ধ করে রাখা হয়। এজন্য আজ সচিবালয়ের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তায় ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ২ নম্বর গেটের সামনে বিজিবি, র‍্যাব ও পুলিশসহ তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।