শিরোনাম

ওসমান হাদিকে গুলি: সন্দেহভাজনের ছবি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
ওসমান হাদিকে গুলি: সন্দেহভাজনের ছবি প্রকাশ
ফাইল ছবি

রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় সন্ত্রাসী হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ। তাকে খুঁজে বের করতে সাধারণ জনগণের কাছে তথ্য চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে।

শরিফ ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি। ছবি: ডিএমপি
শরিফ ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি। ছবি: ডিএমপি

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে সনাক্ত করা গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে। উক্ত ব্যক্তি সম্পর্কে কোন তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত ডিসি মতিঝিল : 01320040080, ওসি পল্টন: 01320040132 মোবাইল নম্বর অথবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে জানানোর জন্য বিনীত অনুরোধ করা হলো।

সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।