শিরোনাম

সচিবালয়ের নতুন ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
সচিবালয়ের নতুন ভবনে আগুন
সচিবালয়ে হঠাৎ ফায়ার হুইসেল বাজতে শুরু করে এবং ১০ তলার দিকে ধোঁয়ার সৃষ্টি হয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ের নতুন (১ নম্বর) ভবনের ১০ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় বারবার বাজতে থাকা ফায়ার অ্যালার্মের কারণে ভবনের কর্মচারীরা দ্রুত নিরাপদভাবে নিচে নেমে আসেন।

আজ রবিবার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে ফায়ার অ্যালার্ম সচল হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের অক্লান্ত চেষ্টায় কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে রবিউল ইসলাম নামের একজন জানান, হঠাৎ ফায়ার হুইসেল বাজতে শুরু করে এবং ১০ তলার দিকে ধোঁয়ার সৃষ্টি হয়। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে সবাই নিচে নেমে আসে। আরেক কর্মচারী বলেন, আমরা প্রথমে মনে করেছিলাম নরমাল ধোঁয়া হতে পারে। পরে দেখি বড় আকারে ধোঁয়া উড়ছে। সবাই দ্রুত ভবন থেকে নেমে পড়েছি। এখনও ঠিক কী হয়েছে তা কেউ বলতে পারছি না।

ঘটনার পর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা নিরাপদ স্থানে অবস্থান নেন। ১ নম্বর ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের অফিসগুলো রয়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুপুর ২টার দিকে সচিবালয়ের ১০ তলায় আগুনের খবর পাওয়া যায়। খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।”