শিরোনাম

বরিশাল থেকে ঢাকামুখী বিএনপির গণজোয়ার

সিটিজেন-ডেস্ক­
বরিশাল থেকে ঢাকামুখী বিএনপির গণজোয়ার
লঞ্চঘাটে নেতাকর্মীদের ভিড়। ছবি: সিটিজেন জার্নাল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিতে বরিশাল বিভাগ থেকে লক্ষাধিক নেতাকর্মী রাজধানীর উদ্দেশে রওনা হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ছয় জেলা থেকে নদী ও সড়কপথে- এই যাত্রা দক্ষিণাঞ্চলের রাজনীতিতে সৃষ্টি করেছে ব্যাপক আলোড়ন।

বরিশাল বিভাগীয় বিএনপি সূত্রে জানা গেছে, গণসংবর্ধনায় অংশ নিতে বরিশাল থেকে পাঁচ লক্ষাধিক নেতাকর্মীর ঢাকায় যাচ্ছে। এর অংশ হিসেবে বুধবার রাতে বরিশাল বিভাগের ছয় জেলা থেকে ২৬টি বিলাসবহুল লঞ্চ ও কয়েকশ বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্যে ভোলা জেলা থেকে ১৪টি লঞ্চ এবং অন্য পাঁচ জেলা থেকে ১২টি লঞ্চ নদীপথে রাজধানীর পথে রওনা হয়েছে। পাশাপাশি সড়কপথেও শতাধিক বাসে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন।

বরিশাল নৌবন্দর, লঞ্চঘাট ও বাস টার্মিনালগুলোতে দিনভর নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। জেলা ও মহানগর বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে ঢাকামুখী হন।

এদিকে, কয়েক হাজার নেতাকর্মী আগেই ঢাকায় গিয়ে অবস্থান নিয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। বরিশাল জেলার ১০টি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও দলবদ্ধভাবে নদীপথে রাজধানীর দিকে এগিয়ে যাচ্ছেন। বরিশাল মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও লঞ্চযোগে ঢাকায় রওনা হয়েছেন।

প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় অনুষ্ঠিতব্য এই গণসংবর্ধনাকে বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। দক্ষিণাঞ্চলের তৃণমূল পর্যায়ে এই দিনটিকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নেতাকর্মীদের ধারণা, দলের শীর্ষ নেতৃত্বের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে এবং দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে।

বরিশাল থেকে ঢাকামুখী এই বিশাল জনস্রোত বিএনপির শক্ত অবস্থান ও সাংগঠনিক সক্ষমতারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বরিশাল বিভাগে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভার মাধ্যমে সড়ক ও নদীপথে পাঁচ লক্ষাধিক নেতাকর্মীর ঢাকায় যাত্রার পরিকল্পনা ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।