শিরোনাম

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

সিটিজেন-ডেস্ক­
সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে
রবিবার রাতে সৈয়দপুরে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। রবিবার (৫ জানুয়ারি) রাতে কামারপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে তারা জাতীয়তাবাদী দলে যোগদান করেন।

এদিন কামারপুকুর বাজারের একটি চালকল চত্বরে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত আওয়ামী লীগ নেতা-কর্মীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন নীলফামারী-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন- কামারপুকুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাবু সরকার, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল হাসেম সরকার, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রহিদুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলমগীর সরকার প্রমুখ।

বিএনপিতে যোগ দেওয়া আলতাফ হোসেন বলেন, ‘স্থানীয় পর্যায়ে দলীয় কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট ছিলাম। আমার মতো আরও অনেকেই একই কারণে হতাশ ছিলেন। কোনো ধরনের চাপ বা ভয়ভীতি ছাড়াই আমরা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছি।’

এ বিষয়ে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আবদুল গফুর সরকার বলেন, নেতা-কর্মীরা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সক্ষমতা তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল, নেতা-কর্মীদের মধ্যে বিভেদ এবং রাজনৈতিক নিষ্ক্রিয়তায় অসন্তুষ্ট হয়ে তারা বিএনপির আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রেখে দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

/ এসআর/