ব্রেকিং
ঢাকা–ময়মনসিংহ রুটে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় তিন ঘন্টা পর ঢাকা–ময়মনসিংহ রেল চলাচল শুরু। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। পরে বিকল্প ইঞ্জিন পাঠিয়ে ট্রেনটি সরিয়ে নেওয়ার পর রুটটি আবার সচল হয়।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম বলেন, শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশের সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে রুটটির উভয় দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। আশপাশের কয়েকটি স্টেশনে আটকে যায় অন্য ট্রেনগুলো।

পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা থেকে একটি বিকল্প ইঞ্জিন এসে বিকল ট্রেনটিকে ঢাকার দিকে টেনে নিয়ে যায়। এর পরই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান স্টেশন মাস্টার।