শিরোনাম

শব্দদূষণ নিয়ন্ত্রণে রাজধানীতে গ্রীন ভয়েসের প্রচার

নিজস্ব প্রতিবেদক
শব্দদূষণ নিয়ন্ত্রণে রাজধানীতে গ্রীন ভয়েসের প্রচার
শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২৫ বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে সচেতনতামূলক প্রচারাভিযান চালিয়েছে গ্রীন ভয়েস (ছবি: সিটিজেন জার্নাল)

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২৫ বাস্তবায়নে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাজধানীর তেজগাঁও কলেজ ও আশপাশের এলাকায় সচেতনতামূলক প্রচারাভিযান চালিয়েছে গ্রীন ভয়েস তেজগাঁও কলেজ শাখা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) তেজগাঁও কলেজ প্রাঙ্গণ থেকে এই প্রচারাভিযান শুরু হয়। এ সময় ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব, এর আইনগত দিক এবং দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি কলেজের আশপাশের এলাকার মানুষদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

ছবি: সিটিজেন জার্নাল
ছবি: সিটিজেন জার্নাল

প্রচারাভিযান চলাকালে তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন বলেন, শব্দদূষণ নীরব ঘাতকের মতো মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। বিধিমালা বাস্তবায়নের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলাও জরুরি। শিক্ষার্থীদের এ উদ্যোগ পরিবেশবান্ধব আচরণে উদ্বুদ্ধ করবে।

গ্রীন ভয়েস তেজগাঁও কলেজ শাখার সভাপতি শাহরীন সেজুতি জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে একটি শান্ত, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই এই প্রচারাভিযানের মূল লক্ষ্য।

ছবি: সিটিজেন জার্নাল
ছবি: সিটিজেন জার্নাল

প্রচারাভিযানে তেজগাঁও কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান খোরশেদ আলম রবিন, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বজলুর রশিদ, গ্রীন ভয়েস তেজগাঁও কলেজ শাখার সাবেক আহ্বায়ক মেহেদী হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক তাছলিমা খাতুন, অর্থবিষয়ক সম্পাদক অস্মিতা এথিনা হালদারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

/এসএ/