শিরোনাম

দিনাজপুরে চাঁদাবাজির মামলায় এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২

সিটিজেন-ডেস্ক­
দিনাজপুরে চাঁদাবাজির মামলায় এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২
গ্রেপ্তার তাফসির হাসান। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- এনসিপি বোচাগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক তাফসির হাসান এবং তার সহযোগী মনজুরুল ইসলাম। রবিবার (৪ জানুয়ারি) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, শনিবার রাতে উপজেলার ঈশানিয়া ইউনিয়নের বারেয়া গ্রামের সন্তোষ কুমারের বাড়িতে কয়েকজন ব্যক্তি নিজেদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেব পরিচয় দেন। এরপর দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তারা সন্তোষকে মারধর করেন।

সন্তোষের চিৎকার-চেচাঁমেচি শুনে স্থানীয়রা এগিয়ে আসে। তখন তারা মনজুরুল ইসলামকে (৩৬) আটক করে। বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মনজুরুল ইসলামকে থানায় নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদে মনজুরুল জানান, পলাতকদের মধ্যে এনসিপির বোচাগঞ্জ উপজেলা আহ্বায়ক তাফসির হাসানও ছিলেন।

ওসি বলেন, রাতেই কৌশলে তাফসিরকে থানায় ডেকে নিয়ে আসা হয়। তখন তাকে মনজুরুলের মুখোমুখি করলে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। এ ঘটনায় সন্তোষ কুমার মামলা করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই প্রদীপ চন্দ্র রায় বলেন, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

/এসআর/