শিরোনাম

শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: সমাজকল্যাণ সচিব

সিটিজেন-ডেস্ক­
শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: সমাজকল্যাণ সচিব
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। ছবি: সংবাদদাতা

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেছেন, সাংস্কৃতিক চিত্তবিনোদনের পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলাকে তরুণদের মধ্যে জনপ্রিয় করতে পারলে মাদকের মতো অভিশাপ থেকে সমাজকে মুক্ত করা সম্ভব।

শনিবার (১০ জানুয়ারি) খুলনা জেলা স্টেডিয়ামে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত দুই দিনব্যাপী বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সচিব বলেন, সরকারের ৯৬টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে ২৯টি সরাসরি সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়ন করে থাকে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যার উপকারভোগীর সংখ্যা প্রায় ১ কোটি ২৩ লাখ। প্রতি বছর আমাদের শিশুরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। শিশুরা যে সুবিধা পেয়ে থাকে এর পরিধি আরো বাড়ানো হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিশুদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম মাধ্যম ।

খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. কামাল উদ্দিন বিশ্বাস, খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মো. আরিফুল ইসলাম।

/এসআর/