শিরোনাম

তেল পরিমাপে কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ সংবাদদাতা
তেল পরিমাপে কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা
থ্রি স্টার ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। ছবি: সংবাদদাতা

মানিকগঞ্জে জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল ও অকটেন) পরিমাপে কম দেওয়ায় থ্রি স্টার ফিলিং স্টেশন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের মলাকারবাড়ি মোড়ে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

ভোক্ত সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, দীর্ঘদিন ধরে থ্রি স্টার ফিলিং স্টেশন গ্রাহকদের পরিমাপে তেল কম দিয়ে আসছিল। পরিমাপ যন্ত্র পরীক্ষা করে লিটারে প্রায় ২০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ মেলে। পরে কারচুপির অপরাধে থ্রি স্টার ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ।

ভোক্তার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ভোক্তাদের অধিকার আদায়ে আমরা কাজ করছি। জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা ক্যাবের (কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতি এবিএম শামছুন্নবী তুলিপ ও পুলিশের একটি বিশেষ টিম।

/এসআর/