শিরোনাম
মুন্সিগঞ্জে ৩২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
জব্দকৃত জাল। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করা হয়েছে। সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এসব নষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে পাগলা কোস্টগার্ড স্টেশন ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে মুন্সিগঞ্জ সদর থানার চাম্পাতলা পান্না সিনেমা হল এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় দুটি জাল তৈরির কারখানা ও একটি গোডাউনে তল্লাশি করে ৩১ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল, ৫০ হাজার পিস সুতার রিল এবং ৫০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।