শিরোনাম
ফরিদপুরে পুলিশের ওপর হামলা কৃষক লীগ নেতার
ফাইল ফটো

ফরিদপুরে কৃষক লীগ নেতার হামলার শিকার হয়েছেন সালথা থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ মুকুল। অপরদিকে হামলাকারী ওই কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মুকুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশের ওপর হামলা করা ওই কৃষক লীগ নেতার নাম খোরশেদ খান (৫৭)। তিনি সালথা উপজেলার গট্টি গ্রামের উসমান খানের ছেলে। খোরশেদ গট্টি ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি বলে নিশ্চিত করেছেন সালথা থানার ওসি।

পুলিশ সূত্রে জানা গেছে, গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামে এক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে যায় সালথা থানার পুলিশ। দলের নেতৃত্বে ছিলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ মুকুল। আগুলদিয়া গ্রামে পুলিশ পৌঁছানোর পর কৃষক লীগ নেতা খোরশেদ খান নিজেকে পুলিশের কাছে একজন বিশিষ্ট জন বলে পরিচয় দেন। ওই গ্রামে পুলিশের আসার কারণও জানতে চান পুলিশ কর্মকর্তা মুকুলের কাছে। বিষয়টি তাকে বুঝিয়ে বলেন মুকুল। এরপর পুলিশ যাকে গ্রেপ্তার করতে গেছে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে না বলে পুলিশকে জানান খোরশেদ। এ নিয়ে পুলিশ কর্মকর্তা সঙ্গে কথা কাটাকাটি হয় খোরশেদের। এক পর্যায়ে তিনি বাঁশের লাঠি দিয়ে পুলিশ কর্মকর্তাকে মাথায় আঘাত করেন।