কবে কী হবে একমাত্র ওপরওয়ালাই জানেন: অভিনেত্রী

কবে কী হবে একমাত্র ওপরওয়ালাই জানেন: অভিনেত্রী
বিনোদন ডেস্ক

দেশের শোবিজ অঙ্গনের একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। ছোটবেলা থেকেই দর্শকপ্রিয়তা যেন তার নিত্যসঙ্গী। অভিনয় ও গানের পাশাপাশি ব্যক্তিজীবনেও তিনি এক প্রভাবশালী পরিবারের অংশ। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলার সহধর্মিণী তিনি।
তবে এত প্রতিপত্তি আর গ্ল্যামারের মাঝেও ঈশিতা বরাবরই নিজেকে রেখেছেন সাধারণ আর প্রচারবিমুখ। সম্প্রতি একটি পডকাস্টে এসব নিয়ে কথা বলেছেন ঈশিতা। তিনি জানান, বিলাসিতা বা আভিজাত্য তাকে কখনো খুব একটা টানেনি। এমনকি মাত্র আট বছর বয়সে তারকাখ্যাতি পাওয়ার পরও তিনি সেটিকে মাথায় চড়তে দেননি।
ঈশিতা বলেন, ‘মানুষের মেধা কিংবা বড় বড় অর্জন যেকোনো সময় বিলীন হয়ে যেতে পারে। ধরুন একজন অভিজ্ঞ ব্রেইন সার্জন যার ৪০ বছরের সাফল্য আছে, তিনি নিজেও অসুস্থ হয়ে স্মৃতিশক্তি হারিয়ে তিন বছরের শিশুর মতো হয়ে যেতে পারেন।’
‘মেধারই যদি এমন অনিশ্চয়তা থাকে, তবে ধন-সম্পদ নিয়ে আসলে আমার মনে হয় এত স্বস্তিবোধ করার বা উত্তেজিত হওয়ার কিছু নেই,’ যোগ করেন অভিনেত্রী।
সবকিছু হারিয়ে যাওয়ার ভয় বা অনিশ্চয়তাকে জীবনের ধ্রুব সত্য মনে করেন ইশিতা। তার মতে, ‘কবে কী হবে তা একমাত্র ওপরওয়ালাই জানেন। তাই প্রাচুর্য নিয়ে খুব বেশি স্বস্তিবোধ করার কোনো মানে হয় না।’
একসময়ের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী আরও বলেন, ‘আমার অবশ্যই ভুল আছে। কারণ আমি অতি সাধারণ একজন মানুষ।’
দীর্ঘ ক্যারিয়ারে বিতর্কহীন থাকা এবং আভিজাত্যের মোহে পা না দেওয়া ঈশিতা আজও ভক্তদের কাছে অনুপ্রেরণার নাম।

দেশের শোবিজ অঙ্গনের একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। ছোটবেলা থেকেই দর্শকপ্রিয়তা যেন তার নিত্যসঙ্গী। অভিনয় ও গানের পাশাপাশি ব্যক্তিজীবনেও তিনি এক প্রভাবশালী পরিবারের অংশ। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলার সহধর্মিণী তিনি।
তবে এত প্রতিপত্তি আর গ্ল্যামারের মাঝেও ঈশিতা বরাবরই নিজেকে রেখেছেন সাধারণ আর প্রচারবিমুখ। সম্প্রতি একটি পডকাস্টে এসব নিয়ে কথা বলেছেন ঈশিতা। তিনি জানান, বিলাসিতা বা আভিজাত্য তাকে কখনো খুব একটা টানেনি। এমনকি মাত্র আট বছর বয়সে তারকাখ্যাতি পাওয়ার পরও তিনি সেটিকে মাথায় চড়তে দেননি।
ঈশিতা বলেন, ‘মানুষের মেধা কিংবা বড় বড় অর্জন যেকোনো সময় বিলীন হয়ে যেতে পারে। ধরুন একজন অভিজ্ঞ ব্রেইন সার্জন যার ৪০ বছরের সাফল্য আছে, তিনি নিজেও অসুস্থ হয়ে স্মৃতিশক্তি হারিয়ে তিন বছরের শিশুর মতো হয়ে যেতে পারেন।’
‘মেধারই যদি এমন অনিশ্চয়তা থাকে, তবে ধন-সম্পদ নিয়ে আসলে আমার মনে হয় এত স্বস্তিবোধ করার বা উত্তেজিত হওয়ার কিছু নেই,’ যোগ করেন অভিনেত্রী।
সবকিছু হারিয়ে যাওয়ার ভয় বা অনিশ্চয়তাকে জীবনের ধ্রুব সত্য মনে করেন ইশিতা। তার মতে, ‘কবে কী হবে তা একমাত্র ওপরওয়ালাই জানেন। তাই প্রাচুর্য নিয়ে খুব বেশি স্বস্তিবোধ করার কোনো মানে হয় না।’
একসময়ের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী আরও বলেন, ‘আমার অবশ্যই ভুল আছে। কারণ আমি অতি সাধারণ একজন মানুষ।’
দীর্ঘ ক্যারিয়ারে বিতর্কহীন থাকা এবং আভিজাত্যের মোহে পা না দেওয়া ঈশিতা আজও ভক্তদের কাছে অনুপ্রেরণার নাম।

কবে কী হবে একমাত্র ওপরওয়ালাই জানেন: অভিনেত্রী
বিনোদন ডেস্ক

দেশের শোবিজ অঙ্গনের একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। ছোটবেলা থেকেই দর্শকপ্রিয়তা যেন তার নিত্যসঙ্গী। অভিনয় ও গানের পাশাপাশি ব্যক্তিজীবনেও তিনি এক প্রভাবশালী পরিবারের অংশ। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলার সহধর্মিণী তিনি।
তবে এত প্রতিপত্তি আর গ্ল্যামারের মাঝেও ঈশিতা বরাবরই নিজেকে রেখেছেন সাধারণ আর প্রচারবিমুখ। সম্প্রতি একটি পডকাস্টে এসব নিয়ে কথা বলেছেন ঈশিতা। তিনি জানান, বিলাসিতা বা আভিজাত্য তাকে কখনো খুব একটা টানেনি। এমনকি মাত্র আট বছর বয়সে তারকাখ্যাতি পাওয়ার পরও তিনি সেটিকে মাথায় চড়তে দেননি।
ঈশিতা বলেন, ‘মানুষের মেধা কিংবা বড় বড় অর্জন যেকোনো সময় বিলীন হয়ে যেতে পারে। ধরুন একজন অভিজ্ঞ ব্রেইন সার্জন যার ৪০ বছরের সাফল্য আছে, তিনি নিজেও অসুস্থ হয়ে স্মৃতিশক্তি হারিয়ে তিন বছরের শিশুর মতো হয়ে যেতে পারেন।’
‘মেধারই যদি এমন অনিশ্চয়তা থাকে, তবে ধন-সম্পদ নিয়ে আসলে আমার মনে হয় এত স্বস্তিবোধ করার বা উত্তেজিত হওয়ার কিছু নেই,’ যোগ করেন অভিনেত্রী।
সবকিছু হারিয়ে যাওয়ার ভয় বা অনিশ্চয়তাকে জীবনের ধ্রুব সত্য মনে করেন ইশিতা। তার মতে, ‘কবে কী হবে তা একমাত্র ওপরওয়ালাই জানেন। তাই প্রাচুর্য নিয়ে খুব বেশি স্বস্তিবোধ করার কোনো মানে হয় না।’
একসময়ের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী আরও বলেন, ‘আমার অবশ্যই ভুল আছে। কারণ আমি অতি সাধারণ একজন মানুষ।’
দীর্ঘ ক্যারিয়ারে বিতর্কহীন থাকা এবং আভিজাত্যের মোহে পা না দেওয়া ঈশিতা আজও ভক্তদের কাছে অনুপ্রেরণার নাম।