শিরোনাম
হাসনাতের বক্তব্যে যা বললেন আসামের মুখ্যমন্ত্রী
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ছবি: সংগৃহীত

ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স ও সিকিমকে বিচ্ছিন্ন করার সাম্প্রতিক হুমকির বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

তিনি বলেছেন, এ ধরনের হুমকি ভারত সহ্য করবে না। বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দিতে থাকেন তাহলে দিল্লি আর বেশিদিন চুপ থাকবে না। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যুক্ত করার আহ্বান বারবার উঠে আসা ‘খারাপ মানসিকতার’ পরিচয় দেয়। বাংলাদেশে এক বছর ধরে এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়। 

আসামের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে বারবার বলা হচ্ছে, উত্তর-পূর্বাঞ্চলকে আলাদা করে সেই দেশের সঙ্গে যুক্ত করা উচিত। বাংলাদেশ এমনটা কল্পনাও করতে পারে না— এটা সম্পূর্ণ ভুল।

ভারত একটি বিশাল, পারমাণবিক শক্তিধর এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের মধ্যে ভুল মানসিকতা তৈরি হয়েছে। আমাদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া দরকার যে ভারতের বিরুদ্ধে এমন আচরণ হলে আমরা চুপ করে থাকব না।’

এর আগে, সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেন, ভারতের আটটি রাজ্য নিয়ে গঠিত উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত।

তিনি বলেন, ‘আমি ভারতকে বলতে চাই, আপনারা যদি আমাদের দেশের সার্বভৌমত্ব ও মানবাধিকারে বিশ্বাস না করা লোকদের আশ্রয় দিয়ে যান, তাহলে আমরাও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেব এবং উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে দেব। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠদের বর্তমান বাংলাদেশ সরকারের বিরুদ্ধে উসকানি দিতে ভারত অর্থ ও অস্ত্র সহায়তা দিচ্ছে।

উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্য হলো— অরুণাচল, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয় এবং সিকিম। দীর্ঘদিন ধরেই এ অঞ্চলের বিভিন্ন সংগঠন স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছেন। ভারত সরকার তাদের বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত করে।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, হাসনাত আবদুল্লাহই প্রথম নন, যিনি এ ধরনের হুমকি দিয়েছেন। চলতি বছরের শুরুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ‘ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য স্থলবেষ্টিত। সমুদ্রে যাওয়ার কোনো পথ তাদের নেই। সমুদ্রের একমাত্র অভিভাবক আমরা।’

দেশটির সংবাদমাধ্যম আরও দাবি করেছে, ড. মুহাম্মদ ইউনূসের ওই বক্তব্যের পর বাংলাদেশি নেতাদের বক্তব্যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী পশ্চিমবঙ্গের শিলিগুড়ির ২২ থেকে ৩৫ কিলোমিটার চওড়া করিডোর নিয়েও হুমকি আসতে শুরু করে। সংকীর্ণ এই করিডোরটি ‘চিকেনস নেক’ নামে পরিচিত।

এ প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী বলেন, ভারতকে হুমকি দেওয়ার আগে বাংলাদেশের নিজেদের দুটি ‘সংবেদনশীল’ চিকেন’স নেক নিয়ে ভাবা উচিত। এর একটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় পর্যন্ত বাংলাদেশ ভূখণ্ডের ভেতর দিয়ে প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ একটি পথ। অন্যটি হলো দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ২৮ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডোর।