শিরোনাম

অস্ত্র-গুলিসহ বাড্ডার সন্ত্রাসী হেলাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
অস্ত্র-গুলিসহ বাড্ডার সন্ত্রাসী হেলাল গ্রেপ্তার
রাজধানী বাড্ডার সন্ত্রাসী রবিন গ্রুপের সক্রিয় সদস্য শফিকুল ইসলাম হেলালকে (৩৭) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রাজধানী বাড্ডায় একাধিক মামলার আসামি এবং সন্ত্রাসী রবিন গ্রুপের সক্রিয় সদস্য শফিকুল ইসলাম হেলালকে (৩৭) অস্ত্র-গুলিসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১৪ জানুয়ারি) উত্তরার র‍্যাব-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নটির কোম্পানি কমান্ডার মেজর এম রিফাত-বিন-আসাদ।

তিনি জানান, রূপগঞ্জের লিংকব্রিজ জলসিড়ি এলাকা থেকে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের ভাড়া বাসার শয়ন কক্ষের বালিশের নিচ থেকে একটি বিদেশী রিভলবার, ৭ রাউন্ড গুলি, ২টি ফোন, ১টি পকেট রাউটার, চাঁদাবাজির নগদ ৩ লাখ ২৬ হাজার ১০০ টাকা এবং ১টি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে বলেও জানান কমান্ডার মেজর।

মেজর রিফাত বলেন, 'বাড্ডার বেরাইদ, সাতারকুল, কাজী বাড়ি এবং রূপগঞ্জের নাওড়া এলাকায় সন্ত্রাসী হেলাল ও তার সহযোগীরা দীর্ঘ দিন ধরে মাদক কারবারসহ চাঁদাবাজি, ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। রাজধানীর বাড্ডা থানায় সন্ত্রাসী হেলালের বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র, মারামারী ও চাঁদাবাজি মামলা রয়েছে।’

র‍্যাব কর্মকর্তা রিফাত বলেন, 'রূপগঞ্জ থেকে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক কারবার পরিচালনার জন্য মোটরসাইকেল যোগে যাওয়ার পথে সন্ত্রাসী হেলালকে গ্রেপ্তার করা হয়।’

গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মেজর রিফাত-বিন-আসাদ বলেন, 'উদ্ধার হওয়া অস্ত্রটি সন্ত্রাসী হেলালের বলে সে স্বীকার করেছে। এই অস্ত্রের ভয় দেখিয়ে সে চাঁদাবাজি মাদককারবারসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়াও হালাল ঢাকার শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য।’

র‍্যাব কর্মকর্তা মেজর রিফাত বলেন, 'ধারনা করা হচ্ছে- আসন্ন নির্বাচনের সময় উদ্ধার হওয়া অস্ত্রের মাধ্যমে প্রভাব বিস্তার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো হত।’

তিনি বলেন, 'সন্ত্রাসী হেলালের গ্রুপের পলাতক অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। অস্ত্র-গুলিসহ গ্রেপ্তারের ঘটনায় আইনানিক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।’

/এসএ/