শিরোনাম

চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার: দুই সন্ত্রাসী গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি
চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার: দুই সন্ত্রাসী গ্রেপ্তার
গ্রেপ্তার দুই ব্যক্তি। ছবি: সংবাদদাতা

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে অভিযান চালিয়ে বন্দুক, ওয়ান শুটার গানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে রায়পুরা সেনা ক্যাম্পের পক্ষ হতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুকসহ অন্য পুলিশ কর্মকর্তারা। এর আগে, বুধবার চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল কার্যক্রম পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের জালাল উদ্দিনের ছেলে শুটার ইকবাল আকরাম (৩৫), তোতা মিয়ার ছেলে জালাল উদ্দিন (৬৫)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে সায়েদাবাদ গ্রামের শীর্ষ সন্ত্রাসী ইকবাল আকরাম ও জালাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি একনলা বন্দুক, দেশীয় ওয়ান শুটার গান, একটি রামদা, দুটি ডেগার, চারটি ছুরি, দুটি চাপাতি, আটটি কার্তুজ, পাঁচ রাউন্ড চায়না রাইফেলের গুলি, তিনটি দেশীয় বল্লম, ২২টি পটকা, বুলেট প্রুফ জ্যাকেট, দুটি বন্দুকের কভার, ১৫টি বাটন মোবাইল, পাচঁটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, আইফোন ও মানিব্যাগ।

এছাড়া বাঁশগাড়ী ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের লাকী বেগমের বসত ঘর থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান ও দুটি শর্টগানের কাতুর্জ উদ্ধার করা হয়।

/এসআর/