শিরোনাম

রাজশাহীতে আ.লীগের কার্যালয় ভাঙচুর

সিটিজেন-ডেস্ক­
রাজশাহীতে আ.লীগের কার্যালয় ভাঙচুর
গুড়িয়ে দেয়া হয়েছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর বিক্ষোভ মিছিল নিয়ে জোহা চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় রাত ২টার দিকে বুলডোজার দিয়ে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা।

এ সময় রাকসু জিএস সালাহউদ্দীন আম্মার বলেন, রাজশাহীতে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখা যাবে না। আমরা আওয়ামী কার্যালয়কে মুজিব পাবলিক টয়লেট বানাবো।

রাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, হাদির খুনিদের অতিবিলম্বের ফিরিয়ে আনতে হবে এবং ফাঁসি কার্যকর করতে হবে। প্রথম আলো ও ডেইলি স্টারের মতো কালচার ফ্যাসিস্টদের উৎখাত করতে হবে। শুক্রবার আমরা ভারতীয় হাইকমিশনার ঘেরাও করব।

বোয়ালিয়া থানার পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার রাতে ছাত্র-জনতা রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস বুলডোজার দিয়ে ভাঙচুর করেন। পুলিশের টিম নিয়ে আমরা পরিদর্শন করতে যাবো।