শিরোনাম

শরীয়তপুরে বোমা বিস্ফোরণে লণ্ডভণ্ড ঘর, প্রাণ গেলো যুবকের

নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুরে বোমা বিস্ফোরণে লণ্ডভণ্ড ঘর, প্রাণ গেলো যুবকের
বোমা বিষ্ফোরণে ধ্বংসপ্রাপ্ত ঘর (ইনসেটে নিহত সোহান ব্যাপারী)। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণের একটি বসতঘর উড়ে গেছে। এ ঘটনায় সোহান ব্যাপারী নামে ৩২ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে বিষ্ফোরণের এ ঘটনা ঘটে। নিহত সোহান বেপারী পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বিলাসপুর ইউনিয়নে আধিপত্য নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার ভোরে হঠাৎ একটি বিকট শব্দে এলাকার মানুষদের ঘুম ভেঙে যায়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান একটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। পরে স্থানীয়রা একটি রসুন ক্ষেতে সোহান বেপারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মরদেহের শরীরে ককটেল বিস্ফোরণের স্পষ্ট চিহ্ন দেখা গেছে। ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল বলে জানান ওসি সালেহ আহমেদ। তিনি বলেন, ভোর ৪টার দিকে বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে একটি ঘরের লণ্ডভণ্ড অবস্থা দেখতে পান। কিছু দূরে এক যুবকের মরদেহও পাওয়া যায়। এলাকাটি পুলিশের কড়া নজরদারিতে ছিলো। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে রবিবার (৪ জানুয়ারি) বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ঘটে এবং শতাধিক ককটেল বিস্ফোরণ হয়। সেই ঘটনায় এক যুবকের হাতের কবজি উড়ে যায়। পরে অভিযান চালিয়ে পুলিশ চার বালতি ভর্তি ককটেল বোমা উদ্ধার করে। ওই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

/জেএইচ/