শিরোনাম

শরীয়তপুরে সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ: আহত ১

সিটিজেন-ডেস্ক­
শরীয়তপুরে সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ: আহত ১
দুটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় জাবেদ শেখ নামের এক যুবক আহত হয়। রবিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারি কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী ব্যাপারীকান্দি এলাকার ইউপি সদস্য নাসির ব্যাপারী ও তাজুল ছৈয়ালের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। শনিবার রাত থেকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে উভয়পক্ষের লোকজন হাতবোমা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

আহত ব্যক্তিকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসা জন্য ঢাকায় পাঠায় কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও এ ঘটনায় বেশ কয়েকটি দোকান ও বসতবাড়িতে হামলা চালানো হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে এলাকায় পরিবেশ স্বাভাবিক রয়েছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় বেশকিছু হাতবোমা বিস্ফোরণ হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা এ নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/