শিরোনাম

শেরপুর-১ আসন

স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতার গণসংযোগ

শেরপুর সংবাদদাতা
স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতার গণসংযোগ
নিজ আসনে গণসংযোগ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ। ছবি: সিটিজেন জার্নাল

শেরপুর-১ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ। দলীয় মনোনয়ন না পেয়ে দীর্ঘদিন ধরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন তিনি। ইতোমধ্যে তিনি বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম ও বাজারে পথসভা ও উঠান বৈঠক করেন।

শফিকুল ইসলাম মাসুদের গণপ্রচারের ধারাবাহিকতায় ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে শেরপুর পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লায় কর্মীদের নিয়ে দ্বারে দ্বারে গিয়ে ভোট চান।

এ সময় তিনি নগরীর ফুটপাতের ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন দোকানদারের সঙ্গে দেখা করেন। এ সময় তার সঙ্গে বিএনপির অন্যান্য নেতা-কর্মীদের দেখা গেছে।

স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘গত ১৭ বছরে মামলা, জেল-জুলুমসহ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েও দুঃসময়ের নেতা হয়েও দলীয় মনোনয়ন পাইনি। তবে ১৭ বছর ধরে এলাকায় নেই এমন কাউকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই এলাকার মানুষের অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’

এবার শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুর-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন।