শিরোনাম

সুনামগঞ্জ সদর হাসপাতালের গুদামে আড়াই কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ সদর হাসপাতালের গুদামে আড়াই কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ
সুনামগঞ্জ সদর হাসপাতাল

সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের গুদামে প্রায় আড়াই কোটি টাকার ওষুধ ও প্যাথলজি সামগ্রী মেয়াদোত্তীর্ণ হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির আহ্বায়ক সুনজিত কুমার চন্দ। এ সময় সঙ্গে ছিলেন কমিটির সদস্য সচিব ও ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহা, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা ।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে স্থানীয়, জাতীয় বিভিন্ন গণমাধ্যমে হাওরের জেলা সুনামগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের গুদামে বিপুল পরিমাণ ওষুধ মেয়াদোত্তীর্ণ হওয়ার খবর প্রকাশিত হলে জেলা জুড়ে সৃষ্টি হয় তোলপাড়। পরে এ বিষয়টি নিয়ে গত ৩ সেপ্টেম্বর জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন পুলিশ সুপারের একজন প্রতিনিধি ও ডেপুটি সিভিল সার্জন। ডেপুটি সিভিল সার্জনকে কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়। কমিটিকে গোদামে রাখা ওষুধ মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণ অনুসন্ধান, দায়ী ব্যক্তিদের শনাক্তকরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে করণীয় কি- এসব বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দিতে বলা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বছরের শুরুর দিকে মেয়াদোত্তীর্ণ এসব ওষধ ও প্যাথলজি সামগ্রী হাসপাতালে সরবরাহ করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। হাসপাতালের তৎকালীন তত্ত্বাবধায়কের মৌখিক নির্দেশে স্টোরকিপার সুলেমান আহমদ ওষধগুলো সংগ্রহ করে হাসপাতালের গুদাম ও বারান্দায় রেখেছিলেন। পরে ওই বছরের ১২ মে তত্ত্বাবধায়ক (উপ পরিচালক) হিসেবে যোগ দেন ডা. মো. মাহবুবুর রহমান। তিনি এসব ওষুধ ও প্যাথলজি সামগ্রী সরবরাহের কোনো কার্যাদেশ না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেননি। এ জন্য ওষুধগুলো সেখানে পড়েছিল।

তদন্ত কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ প্রতিবেদককে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসক (ডিসি) স্যারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ওষুধ মেয়াদোত্তীর্ণ হওয়ার ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছিলাম। সোমবার বিকালে তদন্ত কমিটি প্রতিবেদনটি আমার কাছে হস্তান্তর করেছে। এ তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।