শিরোনাম

সিলেটে ৬ আসনে ১১ জনের মনোনয়ন প্রত্যাহার

সিলেট-সংবাবদাতা
সিলেটে ৬ আসনে ১১ জনের মনোনয়ন প্রত্যাহার
সিলেটে ১১ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন (ছবি: সংগৃহীত)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬ আসনে ১১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও গণমাধ্যমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সজিব হোসেন তানভির এ তথ্য নিশ্চিত করেছেন।

তানভির জানান, সিলেট-১ আসন থেকে দুজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির এহতেশামুল হক ও খেলাফত মজলিসের প্রার্থী তাজুল ইসলাম হাসান।

সিলেট-২ আসন থেকেও দু’জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন গণঅধিকার পরিষদের জামান আহমেদ সিদ্দিকী ও জামায়াতে ইসলামীর মো. আব্দুল হান্নান।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসন থেকে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন মোট ৩ প্রার্থী। তারা হলেন, খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, জামায়াতে ইসলামীর লোকমান আহমদ ও জাতীয় নাগরিক পার্টি- এনসিপির নুরুল হুদা জুনেদ।

সিলেট-৪ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার দুজন। তারা হলেন, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আলী হাসান ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মো. রাশেল উল আলম।

সিলেট-৫ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী হাফিজ মো. আনওয়ার হোসাইন খান।

সিলেট-৬ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।

/টিই/