ব্রেকিং
সালমানসহ বেক্সিমকোর ৭ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৩৮৬ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় সালমান এফ রহমানসহ বেক্সিমকো গ্রুপের ৭ পরিচালকের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার অর্থঋণ আদালত-৫ এর বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া অন্যরা হলেন- পরিচালক এএসএফ রহমান, ইকবাল আহমেদ, বেক্সিমকো লিমিটেডের এমডি ওসমান কায়সার চৌধুরী, পরিচালক আবুবকর সিদ্দিকুর রহমান ও রীম এইচ শামসুদ্দোহা।

আদেশে বলা হয়েছে, দায়ীদের বিরুদ্ধে সমন জারির পরও তারা আদালতে উপস্থিত হননি। আসামিরা সম্পত্তি বিক্রি করে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। দেশ ছাড়তে পারলে বিপুল পরিমাণের খেলাপি ঋণ আদায় বাধাগ্রস্থ হবে। আসামিরা যেন দেশ ছাড়তে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আদেশের কপি বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর পাঠাতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।