ব্রেকিং
শাহজালালে মালদ্বীপগামী যাত্রীর লাগেজ থেকে ১৬৪০ পিস ইয়াবা উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশীর সময় এক যাত্রীর লাগেজ থেকে ১ হাজার ৬৪০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি বিভাগ। ওই যাত্রীর নাম মো: সামির। তিনি ঢাকা থেকে কুয়ালালামপুর হয়ে মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউসার মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

এর আগে বুধবার (১৯ নভেম্বর) রাতে বিমানবন্দরে প্রবেশ করে চেক-ইন সম্পন্ন করার সময় এভিয়েশন সিকিউরিটি বিভাগের দায়িত্বরত নিরাপত্তাকর্মী ওই যাত্রীর লাগেজ থেকে ইয়াবা বড়িগুলো উদ্ধার করেন।

জানা গেছে, আটক সামির হবিগঞ্জের চুনুরঘাট উপজেলার আলোনিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউসার মাহমুদ জানান, বিমানবন্দরে ঢাকা থেকে কুয়ালালামপুর হয়ে মালদ্বীপগামী যাত্রী সামিরের লাগেজ থেকে ১ হাজার ৬৪০টি ইয়াবা বড়ি জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি বিভাগ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থার জন্য ওই যাত্রীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।