ব্রেকিং
হলমার্ক গ্রুপের এমডি তানভীর আর নেই
হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) জান্নাতুল হোসেন ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তানভীর মাহমুদ (৫৫) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। শনিবার দুপুরে তিনি অসুস্থ অনুভব করলে বেলা দেড়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানেই রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তানভীর মাহমুদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তাঁর বাবার নাম হাজি কালু মাহমুদ। তিনি ঢাকার কাফরুলের বেগম রোকেয়া সরণির ২০৫/৪ নম্বর বাসায় থাকতেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তানভীর হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

উল্লেখ্য, সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় ২০২৪ সালে তানভীর মাহমুদ, হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ কোটি টাকা জরিমানা করেন আদালত। এর আগে ২০১২ সালে তাদের বিরুদ্ধে ঋণ জালিয়াতির মামলা করা হয়। এ ছাড়াও তানভীর মাহমুদের বিরুদ্ধে আরও ১০–১১টি মামলা চলছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি অস্তিত্বহীন প্রতিষ্ঠান ও বেনামি নামে ঋণ তুলে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন।