আরও ২২ কোটি ৩৫ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

আরও ২২ কোটি ৩৫ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আরও ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে, মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে এই ডলার কেনা হয়েছে। প্রতি ডলারের দর ১২২ টাকা ৩০ পয়সা, যা কাট-অফ রেট হিসেবেও কার্যকর ছিল।
আরিফ হোসেন খান বলেন, বাজারে এখন চাহিদার তুলনায় ডলারের সরবরাহ বেশি। রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাজারমূল্য ধরে রাখতে গত জুলাই থেকে ডলার কেনার সিদ্ধান্ত নেয়া হয়। এখন পর্যন্ত মোট ৩৫৪ কোটি ৬৫ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে শুধু জানুয়ারিতে ৪১ কোটি ১০ লাখ ডলার কেনা হয়েছে।
তিনি আরও জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৬ মাসে, অর্থাৎ জুলাই থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট ৩ হাজার ৫৪৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার কিনেছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও আমদানি চাপ কিছুটা কমে আসায় বাজারে ডলারের সরবরাহ তুলনামূলক ভালো। সেই সুযোগে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এ ধরনের ডলার ক্রয় অব্যাহত রেখেছে।

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আরও ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে, মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে এই ডলার কেনা হয়েছে। প্রতি ডলারের দর ১২২ টাকা ৩০ পয়সা, যা কাট-অফ রেট হিসেবেও কার্যকর ছিল।
আরিফ হোসেন খান বলেন, বাজারে এখন চাহিদার তুলনায় ডলারের সরবরাহ বেশি। রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাজারমূল্য ধরে রাখতে গত জুলাই থেকে ডলার কেনার সিদ্ধান্ত নেয়া হয়। এখন পর্যন্ত মোট ৩৫৪ কোটি ৬৫ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে শুধু জানুয়ারিতে ৪১ কোটি ১০ লাখ ডলার কেনা হয়েছে।
তিনি আরও জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৬ মাসে, অর্থাৎ জুলাই থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট ৩ হাজার ৫৪৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার কিনেছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও আমদানি চাপ কিছুটা কমে আসায় বাজারে ডলারের সরবরাহ তুলনামূলক ভালো। সেই সুযোগে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এ ধরনের ডলার ক্রয় অব্যাহত রেখেছে।

আরও ২২ কোটি ৩৫ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আরও ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে, মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে এই ডলার কেনা হয়েছে। প্রতি ডলারের দর ১২২ টাকা ৩০ পয়সা, যা কাট-অফ রেট হিসেবেও কার্যকর ছিল।
আরিফ হোসেন খান বলেন, বাজারে এখন চাহিদার তুলনায় ডলারের সরবরাহ বেশি। রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাজারমূল্য ধরে রাখতে গত জুলাই থেকে ডলার কেনার সিদ্ধান্ত নেয়া হয়। এখন পর্যন্ত মোট ৩৫৪ কোটি ৬৫ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে শুধু জানুয়ারিতে ৪১ কোটি ১০ লাখ ডলার কেনা হয়েছে।
তিনি আরও জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৬ মাসে, অর্থাৎ জুলাই থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট ৩ হাজার ৫৪৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার কিনেছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও আমদানি চাপ কিছুটা কমে আসায় বাজারে ডলারের সরবরাহ তুলনামূলক ভালো। সেই সুযোগে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এ ধরনের ডলার ক্রয় অব্যাহত রেখেছে।



