রেমিট্যান্স বাড়ায় ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক
রেমিট্যান্স বাড়ায় ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক
চলতি বছরে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বাড়ায় বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। বৈদেশিক মুদ্রাবাজারের ভারসাম্য বজায় রাখতে ধারাবাহিকভাবে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক।


বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আরও ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

দেশের অর্থনীতির জন্য ২০২৫ সাল যেন একটু স্বস্তির বছর হয়ে এসেছিল প্রবাসীদের হাত ধরেই। বিদায়ী বছরে বাংলাদেশ রেমিট্যান্স আয়ে গড়েছে নতুন ইতিহাস।

এর অর্থ হলো বর্তমানে বাংলাদেশ পাঁচ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় পূরণে সক্ষম। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী

চলতি মাসে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। ডিসেম্বরের প্রথম ২৭ দিনে দেশে এসেছে ২৭৫ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।