শিরোনাম

অফিস নেই জকসুর, অবকাশ ভবনেই শুরু হতে পারে কার্যক্রম

জবি প্রতিনিধি
অফিস নেই জকসুর, অবকাশ ভবনেই শুরু হতে পারে কার্যক্রম
বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবন থেকে জকসুর কার্যক্রম শুরু হতে পারে (ছবি: সিটিজেন জার্নাল)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন সম্পন্ন হলেও নবনির্বাচিত প্রতিনিধিদের বসার জন্য এখনো কোনো নির্দিষ্ট অফিস কক্ষ বরাদ্দ দেওয়া হয়নি। ক্যাম্পাসে তীব্র স্থান সংকট থাকায় প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবন থেকেই জকসুর কার্যক্রম শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

গত ৬ জানুয়ারি জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ৮ জানুয়ারি ফলাফল ঘোষণা এবং ৯ জানুয়ারি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে নবনির্বাচিত প্রতিনিধিরা শপথ গ্রহণ করে দায়িত্ব নিতে মানসিকভাবে প্রস্তুত থাকলেও প্রয়োজনীয় কর্মপরিবেশ ও অবকাঠামোর অভাবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে পারছেন না।

নবনির্বাচিত জকসু প্রতিনিধিরা জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের জন্য তারা মানসিকভাবে প্রস্তুত থাকলেও এখনো প্রয়োজনীয় অফিস কক্ষ ও কর্মপরিবেশ নিশ্চিত না হওয়ায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। তারা দ্রুত একটি নির্দিষ্ট অফিস বা বসার স্থান বরাদ্দ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রতিনিধিদের আশা, বিষয়টি দ্রুত সমাধান হলে শিক্ষার্থীদের প্রত্যাশিত সেবা কার্যক্রম শুরু করা যাবে।

এ বিষয়ে জকসুর নবনির্বাচিত ভিপি ও জিএস দ্রুত একটি নির্দিষ্ট অফিস কক্ষ বা বসার স্থান নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

জবি ছাত্রশিবির সেক্রেটারি ও জকসুর নবনির্বাচিত জিএস আব্দুল আলিম আরিফ বলেন, ‘নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নিতে মানসিকভাবে প্রস্তুত থাকলেও এখনো কার্যকর কর্মপরিবেশ তৈরি হয়নি। দ্রুত একটি কার্যকর অফিস নিশ্চিত করা জরুরি।’

অফিস কক্ষ প্রসঙ্গে নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘অফিসের বিষয়ে এখন পর্যন্ত প্রশাসন আমাদের নির্দিষ্ট করে কিছু জানায়নি। তবে আমরা আশাবাদী, খুব দ্রুতই আমাদের কার্যক্রম শুরু হবে, ইনশাল্লাহ।’

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘এখনো জকসুর অফিসের বিষয়ে নির্দিষ্ট কোনো পরিকল্পনা হয়নি। আমাদের স্পেস সংকট রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে ট্রেজারার ও ভিসি অবকাশ ভবনে বসেই প্রশাসনিক কার্যক্রম শুরু করেছিলেন। সেভাবেই আপাতত শুরু করে ধাপে ধাপে জকসুর জন্য একটি স্থায়ী জায়গা প্রস্তুতের চেষ্টা করা হবে।’

জকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’ কেন্দ্রীয় সংসদের ২১টি পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএসসহ ১৬টিতে জয় লাভ করে। অন্যদিকে হল সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রীসংস্থা ভিপি, জিএস ও এজিএসসহ ১৩টি পদের মধ্যে ১১টিতে বিজয়ী হয়।

/টিই/