জকসু নির্বাচনে ছয় কেন্দ্রে এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

জকসু নির্বাচনে ছয় কেন্দ্রে এগিয়ে শিবির সমর্থিত প্যানেল
নিজস্ব প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছয়টি বিভাগের (কেন্দ্র) চূড়ান্ত ফলাফলে শীর্ষ তিন পদে এগিয়ে রয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। তবে সহসভাপতি (ভিপি) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা ধরে রেখেছেন।
বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে নির্বাচন কমিশনের তিন সদস্য প্রথমে চারটি বিভাগের এবং দেড় ঘণ্টা পর আরও দুটি বিভাগের ফলাফল ঘোষণা করেন।
ছয় বিভাগের ফলাফলে ভিপি পদে ৫৮৫ ভোট পেয়ে এগিয়ে আছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৫২৮ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ৫৭৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলীম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৭৭ ভোট।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ৫৫৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা। এ পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আতিকুল ইসলাম তানজিল পেয়েছেন ৪১৬ ভোট।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি ৩৬টি বিভাগের ফল গণনা চলছে এবং পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ করা হবে।
ভোটগ্রহণ শেষে বিকাল ৪টায় ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আনা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় ছয়টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিনে গণনা শুরু হয়। তবে গণনার তথ্যে গড়মিল দেখা দেওয়ায় দীর্ঘ সময় কাজ বন্ধ থাকে। পরে গভীর রাতে আবার গণনা শুরু হয়। প্রথম চার বিভাগের ফল প্রকাশ করতে করতে সকাল হয়ে যায়।
সাড়ে পাঁচ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়– প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ২৭৮ ভোট হাতে গণনা করা হবে। এরপর ওএমআর মেশিনের সঙ্গে মিলিয়ে বাকি ভোটের হিসাব চূড়ান্ত করা হবে।
প্রসঙ্গত, জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। এর মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হয়। সেখানে মোট ভোটার ছিলেন ১,২৪২ জন এবং ভোট পড়েছে প্রায় ৭৭ শতাংশ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছয়টি বিভাগের (কেন্দ্র) চূড়ান্ত ফলাফলে শীর্ষ তিন পদে এগিয়ে রয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। তবে সহসভাপতি (ভিপি) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা ধরে রেখেছেন।
বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে নির্বাচন কমিশনের তিন সদস্য প্রথমে চারটি বিভাগের এবং দেড় ঘণ্টা পর আরও দুটি বিভাগের ফলাফল ঘোষণা করেন।
ছয় বিভাগের ফলাফলে ভিপি পদে ৫৮৫ ভোট পেয়ে এগিয়ে আছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৫২৮ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ৫৭৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলীম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৭৭ ভোট।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ৫৫৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা। এ পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আতিকুল ইসলাম তানজিল পেয়েছেন ৪১৬ ভোট।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি ৩৬টি বিভাগের ফল গণনা চলছে এবং পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ করা হবে।
ভোটগ্রহণ শেষে বিকাল ৪টায় ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আনা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় ছয়টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিনে গণনা শুরু হয়। তবে গণনার তথ্যে গড়মিল দেখা দেওয়ায় দীর্ঘ সময় কাজ বন্ধ থাকে। পরে গভীর রাতে আবার গণনা শুরু হয়। প্রথম চার বিভাগের ফল প্রকাশ করতে করতে সকাল হয়ে যায়।
সাড়ে পাঁচ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়– প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ২৭৮ ভোট হাতে গণনা করা হবে। এরপর ওএমআর মেশিনের সঙ্গে মিলিয়ে বাকি ভোটের হিসাব চূড়ান্ত করা হবে।
প্রসঙ্গত, জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। এর মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হয়। সেখানে মোট ভোটার ছিলেন ১,২৪২ জন এবং ভোট পড়েছে প্রায় ৭৭ শতাংশ।

জকসু নির্বাচনে ছয় কেন্দ্রে এগিয়ে শিবির সমর্থিত প্যানেল
নিজস্ব প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছয়টি বিভাগের (কেন্দ্র) চূড়ান্ত ফলাফলে শীর্ষ তিন পদে এগিয়ে রয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। তবে সহসভাপতি (ভিপি) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা ধরে রেখেছেন।
বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে নির্বাচন কমিশনের তিন সদস্য প্রথমে চারটি বিভাগের এবং দেড় ঘণ্টা পর আরও দুটি বিভাগের ফলাফল ঘোষণা করেন।
ছয় বিভাগের ফলাফলে ভিপি পদে ৫৮৫ ভোট পেয়ে এগিয়ে আছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৫২৮ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ৫৭৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলীম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৭৭ ভোট।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ৫৫৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা। এ পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আতিকুল ইসলাম তানজিল পেয়েছেন ৪১৬ ভোট।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি ৩৬টি বিভাগের ফল গণনা চলছে এবং পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ করা হবে।
ভোটগ্রহণ শেষে বিকাল ৪টায় ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আনা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় ছয়টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিনে গণনা শুরু হয়। তবে গণনার তথ্যে গড়মিল দেখা দেওয়ায় দীর্ঘ সময় কাজ বন্ধ থাকে। পরে গভীর রাতে আবার গণনা শুরু হয়। প্রথম চার বিভাগের ফল প্রকাশ করতে করতে সকাল হয়ে যায়।
সাড়ে পাঁচ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়– প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ২৭৮ ভোট হাতে গণনা করা হবে। এরপর ওএমআর মেশিনের সঙ্গে মিলিয়ে বাকি ভোটের হিসাব চূড়ান্ত করা হবে।
প্রসঙ্গত, জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। এর মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হয়। সেখানে মোট ভোটার ছিলেন ১,২৪২ জন এবং ভোট পড়েছে প্রায় ৭৭ শতাংশ।




