শিরোনাম

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বেরোবিতে দোয়া

বেরোবি-সংবাদদাতা
/এসআর/
খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বেরোবিতে দোয়া
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল। ছবি: সিটিজেন জার্নাল

সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রদলের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, দোয়া মাহফিলে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি খালেদা জিয়াকে। তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচল প্রতীক, যিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। মহান আল্লাহর দরবারে তার আত্মার শান্তি কামনা করি।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন বলেন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন দুঃখ-কষ্ট, নির্যাতন ও অবহেলা সহ্য করে দেশের মাটি ও মানুষের জন্য অবিচল থেকেছেন। কোমল হৃদয়ের এই মমতাময়ী নেত্রী দেশকে নিজের সন্তানের মতো নিঃস্বার্থ ভালোবাসায় আগলে রেখেছিলেন। দেশের মাটি ও মানুষই ছিল তার একমাত্র স্বজন ও আশ্রয়।

তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্র ও দেশের পক্ষে রাজপথে সংগ্রাম করা এই দেশমাতাকে হারিয়ে জাতি গভীর শোকাহত। জেল-জুলুম ও অমানবিক নির্যাতনের মধ্যেও তার দেশপ্রেম, সততা ও নৈতিকতা একচুলও বিচ্যুত হয়নি। অসংখ্য বাধা ও নিপীড়নের মধ্যেও তিনি ছিলেন দৃঢ়, আপসহীন ও আদর্শে অটল।