শিরোনাম

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু

জবি প্রতিনিধি
জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু
জকসু নির্বাচন। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শেষ হয়েছে।

এদিন সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটকে কেন্দ্র করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিতে ছিল উৎসবমুখর। এর মধ্যে নারী শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভোট দিয়ে অনেকেই আনন্দ প্রকাশ করেন, স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে ছবি তুলতে ব্যস্ত থাকেন। ভোট দিতে আসা শিক্ষার্থীদের সুবিধার্থে সকালে বিশ্ববিদ্যালয়ের সব রুটে নির্ধারিত সময়ে বাস চলাচল করেছে। সকাল সাড়ে ৮টার মধ্যেই অনেক শিক্ষার্থী দূর-দূরান্ত থেকে ক্যাম্পাসে চলে আসেন।

নির্বাচনে অংশ নেওয়া সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী রাহাত ইসলাম বলেন, ‘ভোটের তারিখ একাধিকবার পেছালেও শিক্ষার্থীদের আগ্রহ কমেনি। বরং দীর্ঘ অপেক্ষার কারণে অংশগ্রহণ আরও বেড়েছে। এটা আমার জীবনের প্রথম ভোট ছিলো। খুব ভালো লাগছে।’

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, প্রতিটি কেন্দ্রের ফলাফল সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ঘোষণা করবেন। সব কেন্দ্রের ফল সমন্বয় করে কমিশনের পক্ষ থেকে দ্রুতই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। তিনি জানান, এবারের নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে।

৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি একটি হল সংসদে ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান। ভোট শেষে ওএমআর পদ্ধতিতে ভোটগণনা শুরু হয়।

জকসু কেন্দ্রীয় সংসদে ১৫৭ জন ও হল সংসদে ৩৩ জন প্রার্থী হয়েছেন। ভোটার সংখ্যা কেন্দ্রীয় সংসদে ১৬ হাজার ৭৩৫ এবং হল সংসদে ১ হাজার ২৪৭ জন। নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ ছিল। মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

উল্লেখ্য, এর আগে গত ৩০ ডিসেম্বর (২০২৫) জকসু নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর কারণে জরুরি সিন্ডিকেট সভায় ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করে।

/টিই/