জকসু: ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে ব্যবসায়ীকে মারধর

জকসু: ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে ব্যবসায়ীকে মারধর
জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে কেন্দ্র করে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর অভিযোগ তুলে এক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কয়েকজন শিক্ষার্থী নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে মারধর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শিক্ষার্থী তাকে ‘বুড়া’ বলে ধাওয়া করেন। একপর্যায়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে মারধর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
নজরুল ইসলামের সঙ্গে থাকা এক ব্যক্তি বলেন, ‘আমি আর নজরুল বাংলাবাজারে আমাদের দোকানে যাচ্ছিলাম। হঠাৎ কয়েকজন তাকে ‘বুড়া’ বলে মারতে শুরু করে। কেন মারছে, সে বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি।’
অন্যদিকে, ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা দাবি করেন, ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে এসে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা’ করছিলেন বলেই তাকে মারধর করা হয়েছে।
তবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বলতে শিক্ষার্থীরা ঠিক কী বোঝাচ্ছেন বা কীভাবে ওই ব্যক্তি এতে জড়িত ছিলেন সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা পুলিশের সাথে যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে কেন্দ্র করে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর অভিযোগ তুলে এক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কয়েকজন শিক্ষার্থী নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে মারধর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শিক্ষার্থী তাকে ‘বুড়া’ বলে ধাওয়া করেন। একপর্যায়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে মারধর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
নজরুল ইসলামের সঙ্গে থাকা এক ব্যক্তি বলেন, ‘আমি আর নজরুল বাংলাবাজারে আমাদের দোকানে যাচ্ছিলাম। হঠাৎ কয়েকজন তাকে ‘বুড়া’ বলে মারতে শুরু করে। কেন মারছে, সে বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি।’
অন্যদিকে, ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা দাবি করেন, ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে এসে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা’ করছিলেন বলেই তাকে মারধর করা হয়েছে।
তবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বলতে শিক্ষার্থীরা ঠিক কী বোঝাচ্ছেন বা কীভাবে ওই ব্যক্তি এতে জড়িত ছিলেন সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা পুলিশের সাথে যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

জকসু: ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে ব্যবসায়ীকে মারধর
জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে কেন্দ্র করে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর অভিযোগ তুলে এক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কয়েকজন শিক্ষার্থী নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে মারধর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শিক্ষার্থী তাকে ‘বুড়া’ বলে ধাওয়া করেন। একপর্যায়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে মারধর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
নজরুল ইসলামের সঙ্গে থাকা এক ব্যক্তি বলেন, ‘আমি আর নজরুল বাংলাবাজারে আমাদের দোকানে যাচ্ছিলাম। হঠাৎ কয়েকজন তাকে ‘বুড়া’ বলে মারতে শুরু করে। কেন মারছে, সে বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি।’
অন্যদিকে, ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা দাবি করেন, ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে এসে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা’ করছিলেন বলেই তাকে মারধর করা হয়েছে।
তবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বলতে শিক্ষার্থীরা ঠিক কী বোঝাচ্ছেন বা কীভাবে ওই ব্যক্তি এতে জড়িত ছিলেন সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা পুলিশের সাথে যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি।




