জকসুর ভোট গণনা সাময়িকভাবে বন্ধ

জকসুর ভোট গণনা সাময়িকভাবে বন্ধ
সিটিজেন-ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু হলেও ওএমআর মেশিনে টেকনিক্যাল সমস্যার কারণে তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনার কার্যক্রম শুরু হয়। তবে কিছু সময়ের মধ্যেই ওএমআর মেশিনে কারিগরি ত্রুটি দেখা দেয়।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কনফারেন্স রুমে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসার কথা। বৈঠক শেষে ভোট গণনা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান।
তিনি বলেন, ‘আমরা দুইটি মেশিনে ভোট গণনা করছি। তবে দুটি মেশিনে ভিন্ন ভিন্ন গণনা দেখাচ্ছে। আমরা ট্রায়াল করেছি গত তিনদিন। এমন সমস্যা আগে হয়নি।’
অধ্যাপক ড. আনিসুর রহমান আরও বলেন, ‘এ বিষয়ে প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস প্রার্থীদের সঙ্গে উপাচার্যের কনফারেন্স রুমে বৈঠক হবে। সেখানে আমরা অবশ্যই একটি ইনক্লুসিভ সিদ্ধান্ত নেব। সেই সিদ্ধান্তের বিষয়ে আমরা মিডিয়াকে অবগত করবো।’
মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়ে শেষ হয় দুপুর সাড়ে ৩টার দিকে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু হলেও ওএমআর মেশিনে টেকনিক্যাল সমস্যার কারণে তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনার কার্যক্রম শুরু হয়। তবে কিছু সময়ের মধ্যেই ওএমআর মেশিনে কারিগরি ত্রুটি দেখা দেয়।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কনফারেন্স রুমে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসার কথা। বৈঠক শেষে ভোট গণনা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান।
তিনি বলেন, ‘আমরা দুইটি মেশিনে ভোট গণনা করছি। তবে দুটি মেশিনে ভিন্ন ভিন্ন গণনা দেখাচ্ছে। আমরা ট্রায়াল করেছি গত তিনদিন। এমন সমস্যা আগে হয়নি।’
অধ্যাপক ড. আনিসুর রহমান আরও বলেন, ‘এ বিষয়ে প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস প্রার্থীদের সঙ্গে উপাচার্যের কনফারেন্স রুমে বৈঠক হবে। সেখানে আমরা অবশ্যই একটি ইনক্লুসিভ সিদ্ধান্ত নেব। সেই সিদ্ধান্তের বিষয়ে আমরা মিডিয়াকে অবগত করবো।’
মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়ে শেষ হয় দুপুর সাড়ে ৩টার দিকে।

জকসুর ভোট গণনা সাময়িকভাবে বন্ধ
সিটিজেন-ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু হলেও ওএমআর মেশিনে টেকনিক্যাল সমস্যার কারণে তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনার কার্যক্রম শুরু হয়। তবে কিছু সময়ের মধ্যেই ওএমআর মেশিনে কারিগরি ত্রুটি দেখা দেয়।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কনফারেন্স রুমে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসার কথা। বৈঠক শেষে ভোট গণনা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান।
তিনি বলেন, ‘আমরা দুইটি মেশিনে ভোট গণনা করছি। তবে দুটি মেশিনে ভিন্ন ভিন্ন গণনা দেখাচ্ছে। আমরা ট্রায়াল করেছি গত তিনদিন। এমন সমস্যা আগে হয়নি।’
অধ্যাপক ড. আনিসুর রহমান আরও বলেন, ‘এ বিষয়ে প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস প্রার্থীদের সঙ্গে উপাচার্যের কনফারেন্স রুমে বৈঠক হবে। সেখানে আমরা অবশ্যই একটি ইনক্লুসিভ সিদ্ধান্ত নেব। সেই সিদ্ধান্তের বিষয়ে আমরা মিডিয়াকে অবগত করবো।’
মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়ে শেষ হয় দুপুর সাড়ে ৩টার দিকে।




