জানা গেলো শাহরুখের ‘কিং’ সিনেমা মুক্তির তারিখ

জানা গেলো শাহরুখের ‘কিং’ সিনেমা মুক্তির তারিখ
বিনোদন ডেস্ক

দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তার নতুন সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ ও আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার (২৪ জানুয়ারি) প্রকাশ করা হয় সিনেমাটির নতুন ঝলক, যেখানে একই সঙ্গে মুক্তির তারিখও ঘোষণা করা হয়।
শাহরুখ তার ফেসবুকে নিজেই প্রকাশ করেছেন সিনেমা মুক্তির তারিখ। নতুন সেই ভিডিওতে দেখা যায় তুষারঢাকা পাহাড়ের পটভূমিতে রক্তাক্ত ও বিধ্বংসী রূপে শাহরুখ। গর্জন করে বলা সংলাপ-‘গর্জনের সময় এসে গেছে’-দর্শকদের মধ্যে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। টিজারে ভেসে ওঠে ‘বছরের শেষটা হোক মনে ভয় নিয়ে’—এমন বার্তাও।
ভিডিওতে শাহরুখের ‘লার্জার দ্যান লাইফ’ উপস্থিতি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে ‘পাঠান’ দিয়ে বক্স অফিসে সাফল্যের ইতিহাস গড়েছিলেন। ২০২৬ সালের বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ছবি।
উল্লেখ্য, ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ এর মতো টানা তিনটি ব্লকবাস্টার উপহার দেওয়ার পর প্রায় তিন বছর পর আবার পর্দায় ফিরছেন শাহরুখ। ‘কিং’ সিনেমার আরেকটি বড় আকর্ষণ হলো প্রথমবার বড় পর্দায় বাবার সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন শাহরুখের মেয়ে সুহানা খান।
খলনায়কের চরিত্রে থাকছেন অভিষেক বচ্চন আর শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। বড়দিনকে ঘিরে মুক্তির সময় নির্ধারণ করায় সিনেমাটি বক্স অফিসে বড় ধরনের আলোড়ন তুলবে বলেই ধারণা করা হচ্ছে।

দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তার নতুন সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ ও আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার (২৪ জানুয়ারি) প্রকাশ করা হয় সিনেমাটির নতুন ঝলক, যেখানে একই সঙ্গে মুক্তির তারিখও ঘোষণা করা হয়।
শাহরুখ তার ফেসবুকে নিজেই প্রকাশ করেছেন সিনেমা মুক্তির তারিখ। নতুন সেই ভিডিওতে দেখা যায় তুষারঢাকা পাহাড়ের পটভূমিতে রক্তাক্ত ও বিধ্বংসী রূপে শাহরুখ। গর্জন করে বলা সংলাপ-‘গর্জনের সময় এসে গেছে’-দর্শকদের মধ্যে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। টিজারে ভেসে ওঠে ‘বছরের শেষটা হোক মনে ভয় নিয়ে’—এমন বার্তাও।
ভিডিওতে শাহরুখের ‘লার্জার দ্যান লাইফ’ উপস্থিতি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে ‘পাঠান’ দিয়ে বক্স অফিসে সাফল্যের ইতিহাস গড়েছিলেন। ২০২৬ সালের বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ছবি।
উল্লেখ্য, ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ এর মতো টানা তিনটি ব্লকবাস্টার উপহার দেওয়ার পর প্রায় তিন বছর পর আবার পর্দায় ফিরছেন শাহরুখ। ‘কিং’ সিনেমার আরেকটি বড় আকর্ষণ হলো প্রথমবার বড় পর্দায় বাবার সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন শাহরুখের মেয়ে সুহানা খান।
খলনায়কের চরিত্রে থাকছেন অভিষেক বচ্চন আর শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। বড়দিনকে ঘিরে মুক্তির সময় নির্ধারণ করায় সিনেমাটি বক্স অফিসে বড় ধরনের আলোড়ন তুলবে বলেই ধারণা করা হচ্ছে।

জানা গেলো শাহরুখের ‘কিং’ সিনেমা মুক্তির তারিখ
বিনোদন ডেস্ক

দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তার নতুন সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ ও আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার (২৪ জানুয়ারি) প্রকাশ করা হয় সিনেমাটির নতুন ঝলক, যেখানে একই সঙ্গে মুক্তির তারিখও ঘোষণা করা হয়।
শাহরুখ তার ফেসবুকে নিজেই প্রকাশ করেছেন সিনেমা মুক্তির তারিখ। নতুন সেই ভিডিওতে দেখা যায় তুষারঢাকা পাহাড়ের পটভূমিতে রক্তাক্ত ও বিধ্বংসী রূপে শাহরুখ। গর্জন করে বলা সংলাপ-‘গর্জনের সময় এসে গেছে’-দর্শকদের মধ্যে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। টিজারে ভেসে ওঠে ‘বছরের শেষটা হোক মনে ভয় নিয়ে’—এমন বার্তাও।
ভিডিওতে শাহরুখের ‘লার্জার দ্যান লাইফ’ উপস্থিতি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে ‘পাঠান’ দিয়ে বক্স অফিসে সাফল্যের ইতিহাস গড়েছিলেন। ২০২৬ সালের বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ছবি।
উল্লেখ্য, ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ এর মতো টানা তিনটি ব্লকবাস্টার উপহার দেওয়ার পর প্রায় তিন বছর পর আবার পর্দায় ফিরছেন শাহরুখ। ‘কিং’ সিনেমার আরেকটি বড় আকর্ষণ হলো প্রথমবার বড় পর্দায় বাবার সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন শাহরুখের মেয়ে সুহানা খান।
খলনায়কের চরিত্রে থাকছেন অভিষেক বচ্চন আর শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। বড়দিনকে ঘিরে মুক্তির সময় নির্ধারণ করায় সিনেমাটি বক্স অফিসে বড় ধরনের আলোড়ন তুলবে বলেই ধারণা করা হচ্ছে।




