শিরোনাম

ট্রলিং নিয়ে মুখ খুললেন নায়িকা বুবলী

সিটিজেন-ডেস্ক­
ট্রলিং নিয়ে মুখ খুললেন নায়িকা বুবলী
অভিনেত্রী শবনম বুবলী। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই ট্রলিংয়ের শিকার হন অভিনয়শিল্পীরা। অনেকেই এর জবাব দেন, আবার কেউ কেউ এড়িয়ে যান। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা চাইলেন তিনি।

সম্প্রতি একটি শোরুম উদ্বোধনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুবলী বলেন, ‘আমার কাছে খুব দুঃখ লাগে যে ইদানিং মেয়েরা মেয়েদেরকে বেশি ট্রলিং করে। অনেক হিজাব পরা নারী আছেন, বলতে বাধ্য হচ্ছি- তারাও অন্যের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে ভিডিও বানাচ্ছেন।’

তিনি বলেন, ‘আমার মনে হয়, এটা আমাদের ইসলামকে অবমাননা করা। কারণ, আমাদের ইসলামে গিবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে গণ্য করা হয়।’

বুবলী বলেন, শিল্পীদের দেশের বাইরে ছোট করা হচ্ছে। এসব কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়। আমি মনে করি, দেশের সাইবার ক্রাইম বিভাগের দ্রুত এই বিষয়গুলোতে নজর দেওয়া এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

এদিকে বুবলী দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন– এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে বুবলী বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকতেই পারে, তিনি সেটিকে সম্মান করেন। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা প্রয়োজন।

/জেএইচ/