শিরোনাম

টেইলর সুইফটের ক্যারিয়ারে যুক্ত হচ্ছে নতুন পালক

বিনোদন ডেস্ক
টেইলর সুইফটের ক্যারিয়ারে যুক্ত হচ্ছে নতুন পালক
টেইলর সুইফট (ছবি: সংগৃহীত)

বিশ্বসংগীতের ইতিহাসে আবারও নিজের নাম স্বর্ণাক্ষরে লিখতে চলেছেন টেইলর সুইফট। মাত্র ৩৬ বছর বয়সেই তিনি জায়গা করে নিচ্ছেন মর্যাদাপূর্ণ ‘সংরাইটার্স হল অব ফেম’-এ। ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম গীতিকার হিসেবে এই সম্মান পেতে যাচ্ছেন টেইলর সুইফট।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ১১ জুন নিউইয়র্ক সিটির ম্যারিয়ট মারকুইস হোটেলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সুইফটকে এই স্বীকৃতি দেওয়া হবে। এর আগে ৩৩ বছর বয়সে সর্বকনিষ্ঠ হিসেবে এই সম্মান অর্জন করেছিলেন সংগীত কিংবদন্তি স্টিভ ওয়ান্ডার।

এবারের তালিকায় টেইলর সুইফটের সঙ্গে আরও যারা স্থান পাচ্ছেন, তারা হলেন- অ্যালানিস মরিসেট, কেনি লগিনস, এবং জনপ্রিয় রক ব্যান্ড কিস-এর সদস্য পল স্ট্যানলি ও জিন সিমন্স।

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত সংরাইটার্স হল অব ফেমে অন্তর্ভুক্ত হতে হলে একজন গীতিকারের প্রথম গান প্রকাশের পর অন্তত ২০ বছর পার হওয়া এবং একাধিক জনপ্রিয় গানের স্বীকৃতি থাকা আবশ্যক। গীতিকার হিসেবে সুইফটের দীর্ঘ ও সফল যাত্রা এই মানদণ্ড অনায়াসেই পূরণ করে।

ক্যারিয়ারে ইতোমধ্যে ১৪টি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন এই পপ তারকা। এর মধ্যে চারবার তিনি পেয়েছেন মর্যাদাপূর্ণ ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার।

নতুন এই স্বীকৃতি টেইলর সুইফটের সংগীতজীবনে যুক্ত করল আরেকটি ঐতিহাসিক অধ্যায়।

এমএ/টিই/