শিরোনাম

করণ জোহরের বিরুদ্ধে কপিরাইটের অভিযোগ

বিনোদন ডেস্ক
করণ জোহরের বিরুদ্ধে কপিরাইটের অভিযোগ
বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহরের বিরুদ্ধে কপিরাইটের অভিযোগ। ছবি: সংগৃহীত

বলিউড নির্মাতা ও প্রযোজক করণ জোহরের বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। সাংবাদিক ও লেখিকা পূজা চাঙ্গোইয়ালা দাবি করেছেন, তাঁর ২০২১ সালের প্রকাশিত উপন্যাস ‘হোমবাউন্ড’ নকল হয়েছে। এ অভিযোগে তিনি করণ জোহর ও আদর পুনাওয়ালার ধর্মা প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং নেটফ্লিক্স এন্টারটেইনমেন্ট সার্ভিসেস ইন্ডিয়া এলএলপির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

নীরজ ঘেওয়ান পরিচালিত এবং ঈশান খট্টর, জাহ্নবী কাপুর ও বিশাল জেঠওয়া অভিনীত একই নামের সিনেমা ঘিরেই এই অভিযোগ উঠেছে। জানা গেছে, শিগগিরই পূজা হাই কোর্টে মামলা দায়ের করতে চলেছেন।

ভারতীয় এক সংবাদ সংস্থাকে পাঠানো ইমেইলে পূজা জানান, আদালতে যাওয়ার আগে তাঁর আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাগুলিকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল।

তবে ছবির নির্মাতারা দাবি করেছেন, কাহিনিটি সাংবাদিক বশারত পীরের ২০২০ সালে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

তবে পূজার বক্তব্য ভিন্ন। তিনি বলেন, ‘আমার উপন্যাস এবং ছবিটির বিষয়বস্তু—দুটিই ২০২০ সালের কোভিড-পরবর্তী সময়ে অভিবাসী শ্রমিকদের দেশত্যাগের প্রেক্ষাপটে নির্মিত।’

তিনি অভিযোগ করেন, ‘ছবিটি দেখার পর বুঝতে পারি, প্রযোজকরা শুধু আমার বইয়ের শিরোনামই নেননি, ছবির দ্বিতীয়ার্ধে আমার উপন্যাসের বড় অংশ—দৃশ্য, সংলাপ, বর্ণনার ভঙ্গি, ঘটনার ক্রম ও অন্যান্য সৃজনশীল উপাদান স্পষ্টভাবে ব্যবহার করা হয়েছে।’

আইনি পদক্ষেপের অংশ হিসেবে পূজা স্থায়ী নিষেধাজ্ঞাসহ একাধিক প্রতিকার চাইতে চলেছেন। এর মধ্যে রয়েছে ছবিটির বিতরণ বন্ধ করা, কথিত লঙ্ঘনকারী সব উপাদান অপসারণ, ছবির শিরোনাম পরিবর্তন এবং কপিরাইট লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি।

এ বিষয়ে পূজা বলেন, “আমি জানি এই পদক্ষেপের মাধ্যমে শক্তিশালী কর্পোরেট সংস্থার বিরুদ্ধে দাঁড়াচ্ছি। তবে লেখকদের কাজ যখন অনুমতি ছাড়া আত্মসাৎ ও শোষণ করা হয়, তখন নিজেদের সৃষ্টিকে রক্ষা করা জরুরি।”

তবে অভিযোগ প্রসঙ্গে ধর্মা প্রোডাকশনস মন্তব্য করতে অস্বীকার করেছে। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা আইনি পথে এই দাবির জবাব দিচ্ছি। এই মুহূর্তে কোনো মন্তব্য করা সম্ভব নয়।’

উল্লেখ্য, ‘হোমবাউন্ড’ চলতি বছরের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। এরপর ২৬ সেপ্টেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বর্তমানে এটি অস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে।