শিরোনাম

বেনের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ব্রুকস

বিনোদন ডেস্ক
বেনের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ব্রুকস
ব্রুকস নাডার ও বেন অ্যাফ্লেক। ছবি: সংগৃহীত

হলিউড তারকা বেন অ্যাফ্লেকের সঙ্গে রিয়েলিটি তারকা ব্রুকস নাডার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’-এর সাবেক প্রতিযোগী নাডার।

২৮ বছর বয়সী এই তারকা ইনস্টাগ্রামে সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে গুজব উড়িয়ে দিয়েছেন। গসিপ অ্যাকাউন্ট দ্যুমোয়ার একটি পোস্টে মন্তব্য করে নাডার লেখেন, ‘আমি জীবনে কখনোই তার সঙ্গে দেখা করিনি।’ ২৪ জানুয়ারির ওই মন্তব্যেই তিনি স্পষ্ট করে দেন, বেন অ্যাফ্লেকের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

ব্রুকস নাডারকে ঘিরে প্রেমের গুঞ্জন এবারই নতুন নয়। গত সেপ্টেম্বরে ‘জিমি কিমেল লাইভ’ অনুষ্ঠানের সময় সঞ্চালক জিমি কিমেল মজা করে জানতে চান, তিনি কি ইতালিয়ান সুপারস্টার জান্নিক সিনারের সঙ্গে প্রেম করছেন কি না। উত্তরে নাডার হাসতে হাসতে বলেন, ‘এটা কি জেরা চলছে? আমি এখন ভীষণ ভয় পাচ্ছি।’

এর কিছুদিন পরই আবার নতুন গুঞ্জন ছড়ায়– তিনি নাকি একই সময়ে টেনিস তারকা জান্নিক সিনার ও কার্লোস আলকারাজের সঙ্গে সম্পর্কে আছেন। এ বিষয়ে ‘ওয়াচ হোয়াট হ্যাপেন্স লাইভ’ অনুষ্ঠানে নাডার মন্তব্য করেন, ‘আমি শুধু এটুকুই বলব, একজন ভদ্রমহিলা কখনোই সব কথা প্রকাশ করেন না– বিশেষ করে একবার নয়, দুবার হলে তো নয়ই।’

ব্রুকস নাডারের সঙ্গে বিলি হেয়ারের বিয়ে হয়েছিল ২০১৯ সালে। তবে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০২৫ সালে। এছাড়া ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’-এ তার সঙ্গী নৃত্যশিল্পী গ্লেব সাভচেঙ্কোর সঙ্গেও একসময় প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন নাডার।

অন্যদিকে বেন অ্যাফ্লেক ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে বরাবরের মতোই নীরব রয়েছেন। জেনিফার লোপেজের সঙ্গে বিচ্ছেদের পর নতুন কোনো সম্পর্ক নিয়ে তিনি প্রকাশ্যে কিছু বলেননি।

অ্যাফ্লেক ও লোপেজ ২০২২ সালের জুলাইয়ে বিয়ে করেন। তবে ২০২৪ সালের এপ্রিলে তাদের আলাদা হওয়ার খবর সামনে আসে। পরে ওই বছরের আগস্টে লোপেজ বিচ্ছেদের আবেদন করেন এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তা চূড়ান্ত হয়।

এর আগে ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত অভিনেত্রী জেনিফার গার্নারের সঙ্গে সংসার করেছিলেন অ্যাফ্লেক। বিচ্ছেদের পরও সন্তানদের লালন-পালনের কারণে তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ রয়েছে। এই দম্পতির তিন সন্তান– ভায়োলেট, সেরাফিনা ও স্যামুয়েল।

চলতি মাসের শুরুতে ই! নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাফ্লেক বলেন, ‘জনসমক্ষে থাকা মানুষের সন্তান হওয়াটাই একটা বাড়তি চাপ। বিষয়টা জটিল। আমি আর জেন, আর আমার বন্ধু ম্যাট ডেমন ও তাঁর স্ত্রী– আমরা সবাই চাই, বাচ্চারা নিজেরাই ঠিক করুক তারা জীবনে কী করতে চায়।’

সন্তানদের ভবিষ্যত নিয়ে তিনি বলেন, ‘আমি কখনোই তাদের অভিনয়ে ঠেলে দেব না। ওরা মেধাবী, সুন্দর, দারুণ মানুষ। আমরা ওদের ভালোবাসি, ওদের নিয়ে গর্ব করি। শুধু আশা করি, অভিনয় করতে গিয়ে যেন ওরা নিজেদের জীবন নষ্ট না করে।’

সূত্র: পেজ সিক্স

/জেএইচ/