লাভের মুখে ক্যাটরিনা ও কৃতি
অভিনয়ে সফল, ব্যবসায় টালমাটাল দীপিকা

অভিনয়ে সফল, ব্যবসায় টালমাটাল দীপিকা
বিনোদন জার্নাল

অভিনয়ে সাফল্যের ধারায় ভাসলেও নিজের ব্যবসায় ভিন্ন বাস্তবতার মুখোমুখি বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। বহু স্বপ্ন নিয়ে শুরু করা প্রসাধনী ব্র্যান্ড ‘এইট্টিটু ডিগ্রি-ই’ শুরুর বছরগুলোতে কিছুটা লাভ দেখালেও গেল অর্থবছরে পুরো চিত্রটাই পাল্টে যায়। ব্র্যান্ডটি এক বছরে ক্ষতি গুনেছে প্রায় ১২.৩ কোটি রুপি।
ভারতীয় গণমাধ্যম জানায়, দীপিকার কোম্পানির আয় কমেছে উল্লেখযোগ্য হারে। আগের বছরের ২১.২ কোটি রুপির আয় নেমে এসেছে ১৪.৭ কোটিতে। খরচ কমানো থেকে শুরু করে বাড়তি মার্কেটিং—সব কৌশলই প্রয়োগ করা হলেও লাভের মুখ দেখাতে পারেনি ব্র্যান্ডটি। তবে আগামি বছরে পরিস্থিতি বদলানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।
অন্যদিকে, সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফের অভিজ্ঞতা একেবারেই উল্টো। ২০১৯ সালে যাত্রা শুরু করা তাঁর প্রসাধনী ব্র্যান্ড ‘কে-বিউটি’ এখন দুর্দান্ত সাফল্যের ধারা বজায় রেখে চলেছে। গত আর্থিক বছরে ব্র্যান্ডটির লাভ বেড়েছে ৪৫ শতাংশ।
এ ছাড়া নবাগতদের তালিকায়ও চমক রয়েছে। মাত্র দুই বছরের ব্র্যান্ড ‘হাইফেন’ নিয়ে বাজিমাত করেছেন কৃতি স্যানন। ইতোমধ্যেই ব্র্যান্ডটির আয় ছুঁয়েছে ৪০০ কোটি রুপি—যা বলিউড তারকাদের মধ্যে প্রায় নজিরবিহীন সাফল্য বলে বিবেচিত হচ্ছে।

অভিনয়ে সাফল্যের ধারায় ভাসলেও নিজের ব্যবসায় ভিন্ন বাস্তবতার মুখোমুখি বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। বহু স্বপ্ন নিয়ে শুরু করা প্রসাধনী ব্র্যান্ড ‘এইট্টিটু ডিগ্রি-ই’ শুরুর বছরগুলোতে কিছুটা লাভ দেখালেও গেল অর্থবছরে পুরো চিত্রটাই পাল্টে যায়। ব্র্যান্ডটি এক বছরে ক্ষতি গুনেছে প্রায় ১২.৩ কোটি রুপি।
ভারতীয় গণমাধ্যম জানায়, দীপিকার কোম্পানির আয় কমেছে উল্লেখযোগ্য হারে। আগের বছরের ২১.২ কোটি রুপির আয় নেমে এসেছে ১৪.৭ কোটিতে। খরচ কমানো থেকে শুরু করে বাড়তি মার্কেটিং—সব কৌশলই প্রয়োগ করা হলেও লাভের মুখ দেখাতে পারেনি ব্র্যান্ডটি। তবে আগামি বছরে পরিস্থিতি বদলানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।
অন্যদিকে, সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফের অভিজ্ঞতা একেবারেই উল্টো। ২০১৯ সালে যাত্রা শুরু করা তাঁর প্রসাধনী ব্র্যান্ড ‘কে-বিউটি’ এখন দুর্দান্ত সাফল্যের ধারা বজায় রেখে চলেছে। গত আর্থিক বছরে ব্র্যান্ডটির লাভ বেড়েছে ৪৫ শতাংশ।
এ ছাড়া নবাগতদের তালিকায়ও চমক রয়েছে। মাত্র দুই বছরের ব্র্যান্ড ‘হাইফেন’ নিয়ে বাজিমাত করেছেন কৃতি স্যানন। ইতোমধ্যেই ব্র্যান্ডটির আয় ছুঁয়েছে ৪০০ কোটি রুপি—যা বলিউড তারকাদের মধ্যে প্রায় নজিরবিহীন সাফল্য বলে বিবেচিত হচ্ছে।

অভিনয়ে সফল, ব্যবসায় টালমাটাল দীপিকা
বিনোদন জার্নাল

অভিনয়ে সাফল্যের ধারায় ভাসলেও নিজের ব্যবসায় ভিন্ন বাস্তবতার মুখোমুখি বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। বহু স্বপ্ন নিয়ে শুরু করা প্রসাধনী ব্র্যান্ড ‘এইট্টিটু ডিগ্রি-ই’ শুরুর বছরগুলোতে কিছুটা লাভ দেখালেও গেল অর্থবছরে পুরো চিত্রটাই পাল্টে যায়। ব্র্যান্ডটি এক বছরে ক্ষতি গুনেছে প্রায় ১২.৩ কোটি রুপি।
ভারতীয় গণমাধ্যম জানায়, দীপিকার কোম্পানির আয় কমেছে উল্লেখযোগ্য হারে। আগের বছরের ২১.২ কোটি রুপির আয় নেমে এসেছে ১৪.৭ কোটিতে। খরচ কমানো থেকে শুরু করে বাড়তি মার্কেটিং—সব কৌশলই প্রয়োগ করা হলেও লাভের মুখ দেখাতে পারেনি ব্র্যান্ডটি। তবে আগামি বছরে পরিস্থিতি বদলানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।
অন্যদিকে, সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফের অভিজ্ঞতা একেবারেই উল্টো। ২০১৯ সালে যাত্রা শুরু করা তাঁর প্রসাধনী ব্র্যান্ড ‘কে-বিউটি’ এখন দুর্দান্ত সাফল্যের ধারা বজায় রেখে চলেছে। গত আর্থিক বছরে ব্র্যান্ডটির লাভ বেড়েছে ৪৫ শতাংশ।
এ ছাড়া নবাগতদের তালিকায়ও চমক রয়েছে। মাত্র দুই বছরের ব্র্যান্ড ‘হাইফেন’ নিয়ে বাজিমাত করেছেন কৃতি স্যানন। ইতোমধ্যেই ব্র্যান্ডটির আয় ছুঁয়েছে ৪০০ কোটি রুপি—যা বলিউড তারকাদের মধ্যে প্রায় নজিরবিহীন সাফল্য বলে বিবেচিত হচ্ছে।




